সংবাদসংস্থা মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন দিল্লির বিশিষ্ট শিল্প বিশেষজ্ঞ শালিনী পাসি। তাঁকে দেখা গিয়েছে 'ফ্যাবিউলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস'-এ। যেখানে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ঋদ্ধিমা কাপুর সাহানি, কল্যাণী সাহা চাওলা, মাহিপ কাপুর, নীলম সোনি, ভাবনা পাণ্ডে এবং সীমা সজদেহকে। ৪৮ বছর বয়সেও নিজের সৌন্দর্য যেভাবে ধরে রেখেছেন তা নিয়ে নেটিজেনদের চর্চায় থাকেন শালিনী।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শালিনী পাসি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। এমনকী কীভাবে স্বামী সঞ্জয় পাসির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল, সেই গল্পও বলেছেন তিনি।
তিনি জানান, বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিলেন। সেখানে একদল মেয়ে তাঁর কাছে এসে জানতে চান যে, তিনি বিবাহিত কি না। এরপর তিনি 'না' বলায় মেয়েদের ওই দলটি বলে উঠেছিলেন যে, একদম উপযুক্ত মেয়ে পাওয়া গিয়েছে।
শালিনীর কথায়, "মেয়েগুলো তাঁদের মাকে গিয়ে জানায় যে, সঞ্জয় ভাইয়ার জন্য তাঁরা সঠিক মেয়ে খুঁজে ফেলেছে। এরপর সন্ধ্যায় আমার স্বামীর পরিবার আমাদের সঙ্গে দেখা করতে আসে। পুরোপুরি দেখেশুনে বিয়ে হয়েছিল আমাদের। কিন্তু আমার স্বামীই এখন আমার জীবনের সবকিছু।”
২০০০ সালের দিকে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সঞ্জয়-শালিনী। দম্পতির এক পুত্রসন্তানের রয়েছে, নাম রবিন। তাঁদের বিয়ের নিমন্ত্রণ পত্র তৈরির দায়িত্বে ছিলেন স্বনামধন্য ডিজাইনার এম এফ হুসেইন। কিন্তু এই নিমন্ত্রণ পত্র তৈরির জন্য নাকি এক শর্ত দিয়েছিলেন তিনি!
শালিনী বলেন, "আমার স্বামীর পরিবারের সঙ্গে পরিচয় ছিল এম এফ হুসেইনের। আমাদের বিয়ের নিমন্ত্রণ পত্র তৈরির জন্য যখন তাঁকে বলা হয়, তিনি জানান, পাত্রীকে না দেখে এই কাজ তিনি করবেন না। এরপর সঞ্জয়ের পাশে আমায় দেখে হুসেইন বলেন, আমরা যেন রাধা-কৃষ্ণের জুটি। তিনি বিয়ের জন্য মোট চারটি নিমন্ত্রণ পত্র তৈরি করেছিলেন। একটি ছিল পুজোর, একটি গায়ে হলুদের, একটি বিয়ের অনুষ্ঠানের আর একটি রিসেপশনের।"
