সংবাদসংস্থা মুম্বই: বাঙালি মেয়ে মেঘা চক্রবর্তী প্রথমে টলিউডে কাজ শুরু করলেও পরে পাড়ি দেন বলিউডে। স্টার জলসায় 'যত হাসি তত রান্না'-এ মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এরপর ওম সাহানির বিপরীতে 'অ্যাকশন' ছবিতেও কাজ করেছিলেন তিনি। তারপর সোজা পাড়ি দেন মায়া নগরীতে। হিন্দি টেলিভিশনে 'কৃষ্ণা চলি লন্ডন', 'ইমলি', 'মিশ্রি'র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে মেঘাকে। 

 


চলতি বছরেই ছোটপর্দার পরিচিত মুখ সাহিল ফুলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী। বিয়ের পর নবদম্পতির কাটানো মিষ্টি মুহূর্ত মাঝেমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। মেঘা আগেই জানিয়েছিলেন বিয়ের পরে খুব তাড়াতাড়ি ফ্লোরে ফিরবেন তিনি। 

 

 

এবার এল মেঘার ফেরার খবর। বিনোদন জগতের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, স্টার প্লাসেই ফিরছেন অভিনেত্রী। লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন হিন্দি ধারাবাহিক আসছে এই চ্যানেলে‌‌। সেখানেই মুখ্য চরিত্রে দেখা যেতে পারে মেঘাকে। 

 


যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত ঘোষণা করা হয়নি চ্যানেলের পক্ষ থেকে। মেঘার বিপরীতে এই নতুন মেগায় কোন নায়ককে দেখা যেতে চলেছে তাও যদিও খোলসা নয়। তবে অভিনেত্রীর আবারও ছোটপর্দায় ফেরার খবরে দারুণ খুশি তাঁর অনুরাগীরা।