সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বিয়ের পিঁড়িতে মাওরা


বিয়ের পিঁড়িতে পাকিস্তানি অভিনেত্রী মাওরা হুসেন। বহুদিনের প্রেমিক আমির গিলানির সঙ্গে ৫ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধেন তিনি। সমাজমাধ্যমে নিজেই এই সুখবর ভাগ করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই পুণরায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'সনম তেরি কসম' ছবিটি। ওই ছবিতে হর্ষবর্ধন রানের সঙ্গে জুটি বেঁধেছিলেন মাওরা। 


২১ বছর পর 'ম্যায় হুঁ না ২'-এ শাহরুখ?


২০০৪ সালে, শাহরুখ খান 'ম্যায় হুঁ না' ছবিতে ফারহা খানের পরিচলনায় প্রথম কাজ করেছিলেন। ছবিটির বানিজ্যিক সাফল্য ব্যাপক। বলিউডের অন্দরে খবর, বহু বছর পর ফারহার পরিচালনায় ফিরছেন শাহরুখ। 'ম্যায় হুঁ না ২'-এর প্রস্তুতি শুরু করেছেন ফারহা। জানা যাচ্ছে, প্রাথমিকভাবে ছবি প্রসঙ্গে উত্তেজিত শাহরুখ।চলতি বছরের শেষে চিত্রনাট্য শুনবেন 'কিং খান'। 


শুটিং ফ্লোরে ফিরলেন বিক্রান্ত


অভিনয় থেকে অবসর ঘোষণার পর ভেঙে পড়েছিলেন বিক্রান্ত ম্যাসির অনুরাগীরা। কিন্তু ফের কাজে ফিরছেন তিনি। রাজকুমার হিরানির পরিচালনায় একটি সিরিজের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিজের মাধ্যমেই প্রথম ওটিটি মাধ্যমে অভিষেক হতে চলেছে পরিচালকের। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই গোয়ায় সিরিজের শুটিং শুরু করেছেন বিক্রান্ত।