হিন্দু সমাজে ধর্মের বড় ভূমিকা। দেবদেবীকে সামনে রেখে বরাবর মানুষ ধর্মের জয় অধর্মের পরাজয় দেখতে ভালবাসে। বাস্তবে তেমনটাই ঘটলে তাকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করে। সেই পুরাকাল থেকে মন্দের আধিপত্য সমাজে। অনেক লড়াইয়ের পর ভাল প্রতিষ্ঠা পায়। তেমনই গল্প সান বাংলায়। নতুন ধারাবাহিক ‘মঙ্গলময়ী মা শীতলা’য়। যেখানে সমস্ত আধিব্যাধির প্রতিনিধি জ্বরাসুরকে বধ করতেই মর্ত্যে দেবীর আগমন। এখনও খোদ কলকাতায় নির্দিষ্ট সময়ে অর্থাৎ বসন্ত শেষে গ্রীষ্ম আসার আগে শীতলা দেবীর পুজো প্রচলন আছে। কিংবা বসন্ত, হাম দেখা দিলে দেবীকে স্মরণ করার রীতি প্রচলিত। কেন রোগ নিরাময়ে এখনও শিক্ষিত বাঙালি দৈবনির্ভর? দেবীর জীবনকাহিনি বর্ণনার মাধ্যমে সেদিকটাই তুলে ধরতে চলেছে প্রযোজক সুরিন্দর ফিল্মস। পাশাপাশি, নারীশক্তির প্রাধান্যলাভের প্রতীক এই ধারাবাহিক। যেখানে শত্রুবিনাশ করে শীতলা একসময় দেবীতে রূপান্তরিত হন।
মহাদেবের ঘামের ফোঁটা থেকে জন্ম জ্বরাসুরে। গল্পটি আবর্তিত হয়েছে কীভাবে শীতলা সেঅ জ্বরাসুরকে পরাজিত করে দেবী হয়ে ওঠেন। পদ্মাবতী-পুষ্পদন্তর ঘরে তাঁর জন্ম। দেবীর নির্দেশে দেবাদিদেবের আশীর্বাদে মনসা ছোট থেকেই দৈবশক্তির অধিকারী। তাঁর প্রথম দৈবশক্তির প্রকাশ নামকরণের সময়। শিশু শীতলা অজ্ঞাতসারে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলেন। তখনই জ্বরাসুর সতর্ক হয়ে যায়। এবং প্রচণ্ড রেগে গিয়ে শীতলাকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে। শিশু শীতলা কি পারবেন জিততে? জানতে গেলে দেখতে হবে ধারাবাহিক। শিশু শীতলার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী চক্রবর্তীকে। জ্বরাসুর চরিত্রকে জীবন্ত করছেন গৌরব মণ্ডল। দেবী মহামায়া সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে সোমা চক্রবর্তী, সৌগত বন্দ্যোপাধ্যায়, সায়ক চক্রবর্তী প্রমুখ। পরিচালনায় শুভেন্দু চক্রবর্তী।
মহাদেবের ঘামের ফোঁটা থেকে জন্ম জ্বরাসুরে। গল্পটি আবর্তিত হয়েছে কীভাবে শীতলা সেঅ জ্বরাসুরকে পরাজিত করে দেবী হয়ে ওঠেন। পদ্মাবতী-পুষ্পদন্তর ঘরে তাঁর জন্ম। দেবীর নির্দেশে দেবাদিদেবের আশীর্বাদে মনসা ছোট থেকেই দৈবশক্তির অধিকারী। তাঁর প্রথম দৈবশক্তির প্রকাশ নামকরণের সময়। শিশু শীতলা অজ্ঞাতসারে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তোলেন। তখনই জ্বরাসুর সতর্ক হয়ে যায়। এবং প্রচণ্ড রেগে গিয়ে শীতলাকে ধ্বংস করার প্রতিজ্ঞা করে। শিশু শীতলা কি পারবেন জিততে? জানতে গেলে দেখতে হবে ধারাবাহিক। শিশু শীতলার ভূমিকায় দেখা যাবে শুভশ্রী চক্রবর্তীকে। জ্বরাসুর চরিত্রকে জীবন্ত করছেন গৌরব মণ্ডল। দেবী মহামায়া সুদীপ্তা চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে সোমা চক্রবর্তী, সৌগত বন্দ্যোপাধ্যায়, সায়ক চক্রবর্তী প্রমুখ। পরিচালনায় শুভেন্দু চক্রবর্তী।
