‘লাপতা লেডিজ’-এর দুরন্ত সাফল্যের পর থেকেই একটা প্রশ্ন ঘুরছে সবার মাথায়— ছবির দুই প্রধান অভিনেত্রী নিতাংশি গোয়েল আর প্রতিভা রান্তা এখন কী করছেন? এবার তারই উত্তর মিলল বলিউডের অন্দরে।

 

জোর খবর, করণ জোহরের বহু আলোচিত ‘দোস্তানা ২’-এর জন্য ‘লাপতা লেডিজ’-এর প্রতিভা রান্তাকে চূড়ান্ত করা হয়েছে। মনে করিয়ে দিই, এই ছবির প্রাথমিক ঘোষণা হয়েছিল লক্ষ্য, কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরকে নিয়ে। পরে নানা জটিলতায় কার্তিক ছবিটি ছেড়ে দেন, আর সেই সঙ্গে চিত্রনাট্যও পুরো নতুন করে লেখা হয়।

 

এখন খবর, ছবির নতুন ভার্সনে প্রতিভা রান্তা দেখা দেবেন বিক্রান্ত ম্যাসি ও ‘দ্য ব্যাডস অফ বলিউড’-খ্যাত লক্ষ্যের সঙ্গে। অর্থাৎ, জাহ্নবীর জন্য নির্ধারিত চরিত্রেই দেখা যাবে প্রতিভাকে। অন্যদিকে, এই সিনেমাটি হবে ২০০৮ সালের প্রিয়ঙ্কা চোপড়া, অভিষেক বচ্চন ও জন আব্রাহামের জনপ্রিয় রম-কম ‘দোস্তানা’-র এক প্রকার ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’।

 

এদিকে প্রতিভার সহ-অভিনেত্রী নিতাংশি গোয়েল–এর ভাগ্যও খুলেছে। শোনা যাচ্ছে , তিনি নাকি গোবিন্দার ছেলে যশবর্ধন আহুজার বলিউড ডেবিউ ছবিতে নায়িকার চরিত্রে নির্বাচিত হয়েছেন। এই ছবির মাধ্যমে প্রায় সাত বছর পর পরিচালক হিসেবে ফিরতে চলেছেন সাজিদ খান।

 

উল্লেখ্য ,২০১৮ সালে দেশে যৌন হেনস্থার বিরুদ্ধে গড়ে ওঠা 'মি টু' আন্দোলনের সময় সাজিদ খানের বিরুদ্ধে একাধিক অভিনেত্রী , মডেল যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর ভারতীয় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস’ অ্যাসোসিয়েশন তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এক বছর পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, আর ২০২২ সালে তিনি অংশ নেন ‘বিগ বস’–এ প্রতিযোগী হিসেবে।

 

এখন শোনা যাচ্ছে, সাজিদ খান আবার কমেডি ঘরানার সিনেমা বানাতে যাচ্ছেন—যেখানে যশবর্ধনের বিপরীতে থাকবেন নিতাংশি গোয়েল ও দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠি। সূত্রের দাবি, স্টুডিওর পক্ষ থেকে সাজিদকে পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। এখনও তিনি চূড়ান্ত সম্মতি দেননি, তবে প্রযোজক সংস্থা চাইছে তিনিই যেন ছবিটি পরিচালনা করেন, কারণ গল্পে থাকা কমেডি অংশ সাজিদের ঘরানার ছবির সঙ্গেই মেলে।

 

আরও জানা গেছে, যশবর্ধনের হাতে ফ্যান্টম স্টুডিওজের সঙ্গে আরেকটি প্রজেক্ট থাকলেও, সম্ভবত তিনিই প্রথমে এই ছবির শুটিং শুরু করবেন। সাজিদ খানের শেষ পরিকল্পিত প্রজেক্ট ছিল জন অ্যাব্রাহামকে নিয়ে, কিন্তু তা আর বাস্তবায়িত হয়নি।

 

বলিউডে তাই এখন গুঞ্জন ‘লাপতা লেডিস’-এর দুই ‘হারিয়ে যাওয়া’ মুখই যেন খুঁজে পেয়েছেন নিজেদের নতুন আলোয় ভরা পথ!