সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন আরিয়ান। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস্ অফ বলিউড’। এই ছবির চিত্রনাট্য লেখার কাজেও অনেকটা অবদান রয়েছে আরিয়ানের। গত দু’তিন বছর ধরেই এই কাজ করছিলেন তিনি। চলতি বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে সেই সিরিজ। অবশেষে নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে শাহরুখ-পুত্রের অভিষেক। নিজে মঞ্চে উঠে ছেলের এই কাজের কথা বললেন শাহরুখ। সিরিজটির প্রশংসাও শোনা গিয়েছে ‘বাদশাহ’র মুখে। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শাহরুখ-পুত্রের এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে 'কিল' ছবি খ্যাত বলি-অভিনেতা লক্ষ্যকে। গত বছর করণ জোহরের প্রযোজনায় মুক্তি পেয়েছিল এই অ্যাকশন-থ্রিলার। ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন লক্ষ্য। 

 


‘ড্রামা’ ঘরানার স্বাদের হলেও ‘দ্য বা**ডস অব বলিউড’-এ হাসির উপাদানও ঠাসা রয়েছে। বাস্তবতার ছোঁয়া রয়েছে। বলিউডে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার যে সংগ্রাম থাকে নতুন অভিনেতা-অভিনেত্রীদের, তারই গল্প শোনাবে‌ এই সিরিজ। মুম্বই এবং তার আশেপাশের অঞ্চলেই সারা হয়েছে শো-এর শুটিংপর্ব। সাকুল্যে ছ’টি পর্ব থাকবে এই শোতে। এই সিরিজে অতিথি শিল্পী হিসাবে থাকতে পারেন শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিং, করণ জোহর এবং ববি দেওল। 

 

সমাজমাধ্যমে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি আরিয়ানের বিশেষ বান্ধবী লারিসা বনেসি। আরিয়ানকে ‘জিনিয়াস’, ‘এক নম্বর’ বলে সম্বোধন করে এই শো-এর জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।ঠিক কী লিখেছেন লারিসা? “পুরো আগুন! এইমুহূর্তে এটাই সবচেয়ে প্রতীক্ষিত শো। যেটা বানিয়েছে এই পৃথিবীর শ্রেষ্ঠ ও এক নম্বর, জিনিয়াস, এক ও অদ্বিতীয় আরিয়ান খান।” ব্রাজিলিয়ান সুন্দরীর কাণ্ড দেখে যে পাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা, সে কথা বলাই বাহুল্য। আরিয়ানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর-ও।