সংবাদ সংস্থা মুম্বই: চার বছর আগে প্রযোজক করণ জোহার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। ‘কেশরী চ্যাপ্টার ২’-এর টিজার মুক্তির পর থেকেই দর্শকমহলে উত্তেজনার পারদ বেড়েছিল। অক্ষয় কুমার আবার ফিরছেন এক গৌরবময় কিন্তু রক্তাক্ত ইতিহাসের পাতা উল্টে দিতে! বহু প্রতীক্ষিত কেশরী: চ্যাপ্টার ২' এর ট্রেলার বৃহস্পতিবার মুক্তি পেয়েছে, যেখানে এক ভয়ংকর গণহত্যার বিচার চাইতে এক সাহসী আইনজীবীর লড়াই উঠে এসেছে! “৮ থেকে ১০ মিনিট ধরে গুলিবর্ষণ চালিয়ে ওই হত্যালীলা বন্ধ হয় কেবল গুলির জোগান শেষ হওয়ার মুখে” বলেছিলেন উইনস্টন চার্চিল। জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদ সভায় যে জেনারেল ডায়ার বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালিয়েছিলেন, তাঁকেও ভরা আদালত থেকে শৌচালয়ে একান্তে একহাত নিতে দেখা গেল অক্ষয়কে ।
ছবিতে অক্ষয় কুমার রয়েছেন কিংবদন্তি ভারতীয় উকিল সি. শংকরন নায়ার— সেই সাহসী আইনজীবী, যিনি এই ভয়ংকর হত্যাকাণ্ডের বিচার চাইতে ব্রিটিশ সরকারকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলেন। তাঁর প্রতিপক্ষ ক্ষুরধার বুদ্ধিম্যান আইনজীবী নেভিল ম্যাককিনলি, যার ভূমিকায় রয়েছেন আর. মাধবন! এছাড়াও অনন্যা পান্ডে এক ব্রিটিশ ল স্কুলের ছাত্রীর চরিত্রে, যিনি গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন! ছবির ঝলকে অক্ষয় যেন দাবানলের অদম্য, লেলিহান আগুন। ভরা আদালতে ব্রিটিশরাজের বিচারকের উদ্দেশ্যে বিরুদ্ধে ভেসে আসে তাঁর ‘যোগ্য ভাষায়’ প্রতিবাদ।
রক্তস্নানের সেই কালো দিন: জালিয়ানওয়ালাবাগ গণহত্যা। ১৩ এপ্রিল, ১৯১৯। পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে। কিন্তু হঠাৎ জেনারেল রেগিনাল্ড ডায়ার তার সৈন্যদের গুলি চালানোর নির্দেশ দেন! নিরস্ত্র জনতার ওপর অনবরত গুলিবর্ষণ চলে, যতক্ষণ না গুলি ফুরিয়ে যায়! রক্তে ভেসে যায় জালিয়ানওয়ালা বাগ, শহীদ হয় শত শত নিরপরাধ মানুষ, আহত হয় হাজারো!
২০১৯-এর ব্লকবাস্টার ‘কেশরী’-র পর এবার আরও বড় লড়াই, আরও গা শিউরে ওঠা গল্প নিয়ে আসছে ‘কেশরী চ্যাপ্টার ২’। অক্ষয়ের সঙ্গে এবার অনন্যা, মাধবন ও আরও চমকপ্রদ চরিত্র।
