ভরপুর রোমান্টিক গল্প বলতে আসছে 'বেশ করেছি প্রেম করেছি'। জেন জির প্রেমের গল্প বলবে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামীর এই ধারাবাহিক। আগেই প্রকাশ্যে এসেছিল প্রোমো, এবার জানা গেল স্লট এবং শুরুর দিন।
শুক্রবার, ২১ নভেম্বর অবশেষে প্রকাশ্যে আনা হল 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের শুরুর দিন। আগামী মাসের গোড়া থেকেই শুরু হচ্ছে এই রোমান্টিক গল্প। ৮ ডিসেম্বর থেকে পথ চলা শুরু করবে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামীর ধারাবাহিক। স্লট? চমকে দেওয়ার মতো। যে সন্ধ্যা সাতটার স্লট গত ৩ বছর ধরে রেখেছিল 'জগদ্ধাত্রী', এক সময় টানা টিআরপি টপার হয়েছে, গত সপ্তাহ পর্যন্ত যে সেরা পাঁচে নিজের জায়গা ধরে রেখেছিল সেই ধারাবাহিকের জায়গায় আসছে 'বেশ করেছি প্রেম করেছি'। অর্থাৎ আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে দেখা যাবে এই নতুন ধারাবাহিক। এখানেই প্রশ্ন উঠছে, তবে কি শেষ হয়ে যাচ্ছে 'জগদ্ধাত্রী'? নাকি বদলে যাবে সময়? এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। কানাঘুষোয় শোনা যাচ্ছে, শেষ হচ্ছে জ্যাস সান্যালের গল্প।
তবে এদিন 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের স্লট ঘোষণা হতেই দর্শকরা প্রশ্ন তুলেছেন 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিক নিয়ে। সেই ধারাবাহিকের হাত ধরে পল্লবী শর্মা আবার ছোটপর্দায় ফিরছেন। তাঁর অনুরাগীরা মুখিয়ে আছেন সেই মেগার জন্য। কিন্তু তার এখনও স্লট বা শুরুর দিন কিছুই ঘোষণা করা হয়নি।
কী নিয়ে বেশ করেছি প্রেম করেছি ধারাবাহিকের গল্প? প্রোমোতে দেখা যাচ্ছে একটি বিলাসবহুল হুডখোলা গাড়ি চড়ে স্কার্ফ ওড়াতে ওড়াতে স্কুলে যাচ্ছে জুঁই। বাসে কাগজফুলের গোছা ধরে ঝুলতে ঝুলতে জুঁইকে মুগ্ধ চোখে দেখে স্বয়ম। এর মধ্যেই জুঁইয়ের স্কার্ফ উড়ে স্বয়মের মুখে আটকে যায়। আর তার হাতে থাকা ফুল উড়ে যায় নায়িকার কাছে। এরপরই দেখা যায় ক্লাসে বসে বন্ধুদের সঙ্গে ভিডিও দেখছে জুঁই। স্যার হুট করে এসে যাওয়ায় তার সামনেই ফোনটা পড়ে যায়। কিন্তু পছন্দের মানুষকে বাঁচাতে ফোনটা তার বলে দাবি করে স্বয়ম। শাস্তিও পায়। যদিও শেষ পর্যন্ত নায়িকা তাকে ধন্যবাদ দিতেই খুশি হয়ে যায় সে। এমনকী জুঁইয়ের এঁটো খেতেও সে পিছপা হয় না। দুরন্ত গতিতে প্রেম এগোতে থাকে তাদের।
এমন সময় স্কুলের কোনও অনুষ্ঠানের আগে ডেকোরেশন চলার সময় হঠাৎই বৃষ্টি নামে। বৃষ্টি ভিজে নাচতে থাকে জুঁই। তাকে দেখে এগিয়ে যায় স্বয়ম। জানায় মনের কথা। আর সেই সময় পিছন থেকে তার মাথায় বাড়ি মারা হয়। এন্ট্রি নেন ভরত কল। অর্থাৎ জুঁইয়ের বাবা। বোঝাই যাচ্ছে তুলনায় 'গরীব ঘর'-এর ছেলের সঙ্গে মেয়ের এই সম্পর্ক মানবেন না 'ভিলেন' ভরত কল। শেষ পর্যন্ত কোন দিকে এগোয় স্বয়ম-জুঁইয়ের প্রেমের গল্প সেটাই দেখার।
প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোট পর্দায় ফিরছেন ইন্দ্রানী দত্ত। নায়কের মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জেন জি-র প্রেমের গল্পই মূলত ফুটে উঠবে এই ধারাবাহিকে, তবে জানা গিয়েছে, একই সঙ্গে আগের প্রজন্মের প্রেমের গল্পও দেখানো হবে। স্নেহাশিস চক্রবর্তীর ব্লুজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় এবং তাঁরই পরিচালনায় আসছে এই ধারাবাহিক।
