বলিউডের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ানের পরিবারে এখন খুশির হাওয়া। জানা যাচ্ছে, খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতার ছোট বোন ড: কৃতিকা তিওয়ারি। পারিবারিক সূত্র মারফত খবর মিলেছে যে আগামী ডিসেম্বরেই তাঁর বাগদান সম্পন্ন হতে চলেছে। এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হবে তাঁদের জন্মস্থান মধ্যপ্রদেশের গোয়ালিয়রে।

 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, এই জমকালো বাগদান অনুষ্ঠানটি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আয়োজন করার পরিকল্পনা চলছে। যদিও ঠিক কোন দিনটিতে কৃতিকা আংটিবদল করবেন, সেই নির্দিষ্ট তারিখটি পরিবার এখন গোপন রেখেছে। তবে এই উপলক্ষে গোয়ালিয়রের বাড়িতে ইতিমধ্যেই উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে এবং তোড়জোড় চলছে জোরকদমে। তবে কার সঙ্গে বিয়ে হচ্ছে কৃতিকার? কার্তিকের জামাইবাবু কে হচ্ছেন? তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।


ছোটবোন কৃতিকার এই নতুন জীবনের শুরু নিয়ে ভাই কার্তিক আরিয়ান অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বোনকে সময় দেওয়ার জন্য তিনি তাঁর আগামী মাসের কাজের সূচি বা শিডিউলটি এমনভাবে সাজিয়েছেন, যাতে এই পারিবারিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তিনি পুরোপুরিভাবে উপস্থিত থাকতে পারেন। একদিকে ছবির কাজ, অন্যদিকে বোনের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত—দুই দিকেই সামঞ্জস্য বজায় রাখতে তিনি বিশেষ যত্ন নিচ্ছেন।

 


প্রসঙ্গত, কার্তিক এবং কৃতিকার সম্পর্ক সব সময়ই খুব ঘনিষ্ঠ ও মজবুত। এক সাক্ষাৎকারে কার্তিক তাঁর বোনকে 'জীবনের বড় আশীর্বাদ' হিসাবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে বোন হল তাঁর গোপনীয়তা রক্ষক। অন্যদিকে, কৃতিকাও একবার জানিয়েছিলেন যে তাঁরা দু'জন একে অপরের থেকে খুবই আলাদা প্রকৃতির। কার্তিক যেখানে শান্ত এবং সংযত, সেখানে কৃতিকা নিজেকে চঞ্চল প্রাণবন্ত বলে মনে করেন।

 

 

উল্লেখ্য, কার্তিক আরিয়ানের পরিবার হল ডাক্তারদের পরিবার। তাঁর মা মালা তিওয়ারি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং বাবা মণীশ তিওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। তাঁদের পদাঙ্ক অনুসরণ করেই বোন কৃতিকাও ডাক্তারি পাশ করেছেন। কার্তিক এক সময় মজা করে বলেছিলেন যে তাঁর বোনই তাঁর মা-বাবার সেই স্বপ্ন পূরণ করেছেন, যা তিনি নিজে করতে পারেননি। কৃতিকা সম্প্রতিই এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন। কৃতিকার হবু স্বামীও এই পেশার সঙ্গে যুক্ত কিনা তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি। 

 


অন্যদিকে, কার্তিকের স্ত্রী যেন পেশায় চিকিৎসক হন, এমনই মনের ইচ্ছা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন অভিনেতার মা! তাই যখন অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিকের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল তখন অনুরাগীরা আরও বেশি নিশ্চিত হয়েছিলেন তাঁদের সম্পর্ক নিয়ে। কারণ, শ্রীলীলাও ডাক্তারি পড়ছেন! যদিও কার্তিক ও শ্রীলীলার সম্পর্ক ঘিরে এখনও নানা চর্চা চলে। তবে এর মধ্যেই অভিনেতার পরিবারে সুখের খবর আসতেই বেজায় খুশি নেটিজেনরা। 

 


এই মুহূর্তে কার্তিক আরিয়ান তাঁর আগামী ছবি ‘তু মেরি ম্যায় তেরা’র প্রচারের কাজে ব্যস্ত থাকলেও, তিনি বোনের জীবন শুরুর এই বিশেষ মুহূর্তটিকে কোনওভাবেই মিস করতে চান না।