স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার হিউস্টনে আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসে পড়লেন বলিউড তারকা কার্তিক আরিয়ান। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE) একটি বিবৃতিতে অভিনেতার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলে—তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে এমন একটি অনুষ্ঠানে, যার সংগঠক একজন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তি।
কী ঘটেছে?
‘আজাদি উৎসব – দ্য ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স ডে’ নামের এই অনুষ্ঠানটি আগা’স রেস্টোরেন্ট অ্যান্ড ক্যাটারিং নামক এক সংস্থা আয়োজিত, যার মালিক শওকত মারেড়িয়া—একজন পাক বংশোদ্ভূত মার্কিনি ব্যবসায়ী। অনুষ্ঠানটি ১৫ই অগাস্ট হিউস্টনে অনুষ্ঠিত হওয়ার কথা। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ-এর দাবি, কার্তিক আরিয়ান এই ইভেন্টে পারফর্ম করার কথা ছিল বা উপস্থিত থাকার কথা ছিল, এবং এ বিষয়ে তাঁরা তীব্র আপত্তি জানিয়েছেন।
ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE ) কী বলছে?
পুলওয়ামা হামলার পর থেকেই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ একটি লিখিত নির্দেশিকা চালু করেছে, যেখানে বলা হয়েছে, ভারতীয় সিনেমা শিল্পের কোনও সদস্য যাতে পাকিস্তানি শিল্পী, প্রযুক্তিবিদ বা উদ্যোক্তার সঙ্গে পেশাগত যোগসূত্র না রাখেন। এই ঘটনার প্রেক্ষিতে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ কার্তিককে উদ্দেশ করে জানিয়েছে—
“সম্ভবত আপনি আয়োজকদের পটভূমি বা তাঁদের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, তা সম্পূর্ণ জানতেন না। যদি তাই হয়, তাহলে আমরা অনুরোধ করব আপনি এই ইভেন্ট থেকে অবিলম্বে নিজেকে সরিয়ে নিন। আর যদি আপনি সব জেনেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে সেটা আরও গুরুতর বিষয় এবং তখন আমরা আপনার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও অবিলম্বে সম্পর্কচ্ছেদের প্রত্যাশা করি।”
কার্তিকের টিম কী বলছে?এই অভিযোগ সামনে আসতেই কার্তিক আরিয়ানের টিম দ্রুত এক বিবৃতি প্রকাশ করে সাফ জানিয়ে দেয়—এই ইভেন্টের সঙ্গে কার্তিকের কোনও সম্পর্কই নেই।
বিবৃতিতে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে—
“কার্তিক আরিয়ান এই ইভেন্টের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তিনি কখনও এই ইভেন্টে অংশগ্রহণ করার বিষয়ে কোনও সরকারি ঘোষণা করেননি। আমরা ইতিমধ্যেই আয়োজকদের সঙ্গে যোগাযোগ করেছি এবং তাঁদের অনুরোধ করেছি যাতে কার্তিকের নাম ও ছবি সমস্ত প্রচারসামগ্রী থেকে অবিলম্বে সরিয়ে নেওয়া হয়।”
কাজের দিক থেকে কী করছেন কার্তিক? এই মুহূর্তে অভিনয় নিয়ে ব্যস্ত কার্তিক আরিয়ান। তাঁকে আগামীতে দেখা যাবে অনুরাগ বসু পরিচালিত একটি নামহীন রোমান্টিক ড্রামা ছবিতে। পাশাপাশি, তিনি থাকছেন ধর্মা প্রোডাকশনস-এর ছবিতেও—নাম ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’।
এই ঘটনাই দেখিয়ে দেয় বলিউড তারকাদের ‘ব্র্যান্ড ইমেজ’ বা নাম কতটা সহজে বিতর্কের কেন্দ্রে চলে আসতে পারে, এমনকি যদি তাঁরা সরাসরি যুক্ত না-ও থাকেন! সময়মতো সাফাই না দিলে, পরিস্থিতি আরও ঘনীভূত হতে পারত। তবে কার্তিকের পিআর টিমের দ্রুত পদক্ষেপে বিতর্কে কিছুটা লাগাম টানা গেছে—তবে প্রশ্ন থেকে যায়, তাঁদের নাম বা ছবি দিয়ে ইভেন্টের প্রচার শুরুই বা হল কীভাবে?
চোখ রাখা যাক, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ এখানেই থেমে যায় কিনা—নাকি ভবিষ্যতে আরও কড়া বার্তা দেয় বলিউড তারকাদের উদ্দেশ্যে।
