সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'কিল'-এর সিক্যুয়েলে করণ
গত বছর মুক্তি পেয়েছিল নাগেশ ভাট পরিচালিত, 'ধর্মা প্রোডাকশন' প্রযোজিত অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি 'কিল'। এই ছবিতে অভিনয় করেছিলেন লক্ষ্য, রাঘব জুয়াল ও তানিয়া মানিকতলা। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জোহর জানান, তিনি এই ছবির সিক্যুয়েলের পরিকল্পনা করছেন। দর্শকের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার জন্য এই ছবির দ্বিতীয় ভাগের পরিকল্পনায় করণ। এমনটাই জানিয়েছেন তিনি।
গায়িকার ভূমিকায় জয়া বচ্চন!
দীর্ঘ সময় পর জয়া বচ্চনকে দেখা যাবে সিলভার স্ক্রিনে। আসছে 'দিল কা দরওয়াজা খোল না ডার্লিং'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক৷ ছবিতে দেখা গিয়েছে হাসি মুখে, মাইক হাতে স্টেজে গান গাইছেন জয়া বচ্চন৷ দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করেই লেখা হয়েছে এই ছবির কাহিনি। জয়া ছাড়াও ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ওয়ামিকা গব্বি এবং সিদ্ধান্ত চুতুর্বেদী। ইতিমধ্যেই গোয়ায় শুরু হয়েছে ছবির শুটিং।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়েন অর্জুন?
বলিউডের তারকাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই নেটিজেনদের। জানেন কী, বলি অভিনেতা অর্জুন কাপুর একাদশ শ্রেণীর পর আর পড়াশোনা করেননি। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই বলেন, "একাদশ শ্রেণিতে পড়ার সময় বুঝেছিলাম অভিনয়টাই পেশা হিসাবে বেছে নিতে চাই। তখন বাবা-মা জোর করেননি পড়াশোনার জন্য। আমার স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিয়েছেন। এরপর প্রথম ছবি 'ইশকজাদে'র প্রস্তাব যখন আসে, তখন ঠিক করেছিলাম এই ছবিই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন, এই ছবি সফল হয়। আমার স্বপ্ন পূরণের জন্য খুব কঠিন সময় ছিল এটি।"
