সংবাদসংস্থা মুম্বই: ২০২৫- এর শুরুতেই আসছে 'কফি উইথ করণ' এর নতুন সিজন। তার আগেই মুম্বই সংবাদসংস্থার কাছে দেওয়া একটি সাক্ষাত্কারে বেফাঁস কোন মন্তব্য করে বসলেন অনুষ্ঠানের সঞ্চালক, পরিচালক ও প্রযোজক করণ জোহর? সেই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
সাক্ষাৎকারে করণ স্বীকার করেছেন যে শোটির শেষ সিজন ছিল 'বিরক্তকর'! হ্যাম্পার জিতে নেওয়ার যোগ্য ছিল না কোনও সেলিব্রিটি অতিথিই । সকলেই র্যাপিড ফায়ার রাউন্ডে খুব খারাপ পারফরম্যান্স করেছেন। এবং ওই সিজন এতটাই 'বোরিং' ছিল যে এক বছরের ছুটি নিতে চেয়েছিলেন করণ। সে সময় তিনি জানিয়েছিলেন, এই বছরের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে নতুন সিজন।
করণ-এর কথায়, "আমার শুধু মনে হয়েছিল আমি এটা কেন করছি? দ্রুত প্রশ্নোত্তর পর্ব কী বাদ দিয়ে দেওয়া উচিত? কারণ কেউই এই রাউন্ডের যোগ্য নন। আমি কফি উইথ করণের পৃথিবীটাকে বদলে দিতে চাই। নতুন সিজনে দ্বিগুণ মজা নিয়ে ফিরতে চাই। ''
পরিচালকের আরও জানিয়েছেন যে, নায়ক-নায়িকারা নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে চান। ফলে তাঁরা প্রকাশ্যে এটা নিয়ে কথা বলতে চান না। প্রসঙ্গত, মহেশ ভাটের কথা মনে করিয়ে দিয়ে করণ বলেন,''ভাট সাহেবের মত সোজাসাপটা কথা বলতে পারেন এমন অতিথি আসলে তো খুবই ভাল। কিন্তু ওরকম স্পষ্ট উত্তরের জেরে আমি মুশকিলে পড়তে পারি। ''
২০২৩ -এ 'কফি উইথ করণ' এর সিজন ৮ প্রকাশ্যে আসে। সেই সিজনের প্রথম অতিথি ছিলেন 'দীপবীর' জুটি। এছাড়াও হাজির ছিলেন আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খান, শর্মিলা ঠাকুর, সানি দেওল, ববি দেওল, রানি মুখোপাধ্যায়, কাজল, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে ও আরও অনেকে।
সাক্ষাৎকারে করণ স্বীকার করেছেন যে শোটির শেষ সিজন ছিল 'বিরক্তকর'! হ্যাম্পার জিতে নেওয়ার যোগ্য ছিল না কোনও সেলিব্রিটি অতিথিই । সকলেই র্যাপিড ফায়ার রাউন্ডে খুব খারাপ পারফরম্যান্স করেছেন। এবং ওই সিজন এতটাই 'বোরিং' ছিল যে এক বছরের ছুটি নিতে চেয়েছিলেন করণ। সে সময় তিনি জানিয়েছিলেন, এই বছরের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে নতুন সিজন।
করণ-এর কথায়, "আমার শুধু মনে হয়েছিল আমি এটা কেন করছি? দ্রুত প্রশ্নোত্তর পর্ব কী বাদ দিয়ে দেওয়া উচিত? কারণ কেউই এই রাউন্ডের যোগ্য নন। আমি কফি উইথ করণের পৃথিবীটাকে বদলে দিতে চাই। নতুন সিজনে দ্বিগুণ মজা নিয়ে ফিরতে চাই। ''
পরিচালকের আরও জানিয়েছেন যে, নায়ক-নায়িকারা নিজেদের ব্যক্তিগত জীবন সম্পর্কে গোপনীয়তা বজায় রাখতে চান। ফলে তাঁরা প্রকাশ্যে এটা নিয়ে কথা বলতে চান না। প্রসঙ্গত, মহেশ ভাটের কথা মনে করিয়ে দিয়ে করণ বলেন,''ভাট সাহেবের মত সোজাসাপটা কথা বলতে পারেন এমন অতিথি আসলে তো খুবই ভাল। কিন্তু ওরকম স্পষ্ট উত্তরের জেরে আমি মুশকিলে পড়তে পারি। ''
২০২৩ -এ 'কফি উইথ করণ' এর সিজন ৮ প্রকাশ্যে আসে। সেই সিজনের প্রথম অতিথি ছিলেন 'দীপবীর' জুটি। এছাড়াও হাজির ছিলেন আলিয়া ভাট, করিনা কাপুর, সইফ আলি খান, শর্মিলা ঠাকুর, সানি দেওল, ববি দেওল, রানি মুখোপাধ্যায়, কাজল, সারা আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে ও আরও অনেকে।
