সংবাদসংস্থা মুম্বই: চলতি সপ্তাহেই মুক্তি পেতে চলেছে কমল হাসন অভিনীত ছবি 'ইন্ডিয়ান ২'। তবে মুক্তি পাওয়ার আগেই বিপাকে জড়াল শঙ্কর পরিচালিত এই ছবি। প্রশ্ন উঠেছে ছবির মুক্তি পাওয়া নিয়েও!
খুলেই বলা যাক গোটা বিষয়টি। কেরলের আসান রাজেন্দ্রন নামের এক মার্শাল আর্ট শিক্ষক মামলা দায়ের করেছেন 'ইন্ডিয়ান ২'র বিরুদ্ধে। মার্শাল আর্টের একটি বিশেষ শাখা 'ভরমা কলাই'-এ প্রশিক্ষক রাজেন্দ্রন।
তাঁর দাবি, ১৯৯৬ সালে 'ইন্ডিয়ান' ছবির শুটিং চলাকালীন তিনি কমল হাসনকে এই বিশেষ মার্শাল আর্টের বিভিন্ন কৌশল হাতেকলমে শিখিয়েছিলেন ছবির চিত্রনাট্যের প্রয়োজনে। ছবির শেষে রাজেন্দ্রনের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করেন ছবির নির্মাতারা। তবে 'ইন্ডিয়ান ২'তে নাকি ফের একবার এই মার্শাল আর্টের ব্যবহার দেখানো হয়েছে। ওই মার্শাল আর্ট প্রশিক্ষকের দাবি, এবারে তা পর্দায় দেখানোর জন্য নাকি তাঁর থেকে কোনও অনুমতি নেননি কমল হাসন কিংবা এই ছবি প্রযোজনা সংস্থার কোনও ব্যক্তি। আর্জিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, 'ইন্ডিয়ান'-এর জন্য তিনি কমল হাসানকে যে কৌশলের প্রশিক্ষণ দিয়েছিলেন ঠিক তাইই ‘ইন্ডিয়ান ২’তে ব্যবহার করা হয়েছে। এবং এর পরেও তাঁকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। তাই তিনি আবেদন করেছেন, বড়পর্দা অথবা ওটিটি প্ল্যাটফর্ম-দু'জায়গাতেই নিষিদ্ধ করে দেওয়া হোক এই ছবির মুক্তি!
জানা গিয়েছে, ৯ জুলাই মাদুরাই জেলা আদালতে এই মামলার শুনানি হয়। রাজেন্দ্রনের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১১ জুলাই পর্যন্ত ছবি র নির্মাতাদের সময় দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ছবির পরিচালক 'ইন্ডিয়ান' ও 'ইন্ডিয়ান ২' ছবির পরিচালক শঙ্কর জানিয়েছিলেন, তাঁরা ‘ইন্ডিয়ান ২’ ছবিতে ‘ভরমা কলাই’ ব্যবহার করার জন্য প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছিলেন। শঙ্করের কথায় "আমাদের বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন ছিল। আমরা কেরল থেকে প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছি। তাঁর থেকেই অভিনেতারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকেরা ছবিতে একটি ভিন্ন ভার্মাম দেখতে পাবেন।”
'ইন্ডিয়ান ২' ছবিতে কমল হাসন ছাড়াও দেখা যাবে সিদ্ধার্থ, রকুল প্রীত সিংয়ের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।
খুলেই বলা যাক গোটা বিষয়টি। কেরলের আসান রাজেন্দ্রন নামের এক মার্শাল আর্ট শিক্ষক মামলা দায়ের করেছেন 'ইন্ডিয়ান ২'র বিরুদ্ধে। মার্শাল আর্টের একটি বিশেষ শাখা 'ভরমা কলাই'-এ প্রশিক্ষক রাজেন্দ্রন।
তাঁর দাবি, ১৯৯৬ সালে 'ইন্ডিয়ান' ছবির শুটিং চলাকালীন তিনি কমল হাসনকে এই বিশেষ মার্শাল আর্টের বিভিন্ন কৌশল হাতেকলমে শিখিয়েছিলেন ছবির চিত্রনাট্যের প্রয়োজনে। ছবির শেষে রাজেন্দ্রনের নাম উল্লেখ করে কৃতজ্ঞতা স্বীকার করেন ছবির নির্মাতারা। তবে 'ইন্ডিয়ান ২'তে নাকি ফের একবার এই মার্শাল আর্টের ব্যবহার দেখানো হয়েছে। ওই মার্শাল আর্ট প্রশিক্ষকের দাবি, এবারে তা পর্দায় দেখানোর জন্য নাকি তাঁর থেকে কোনও অনুমতি নেননি কমল হাসন কিংবা এই ছবি প্রযোজনা সংস্থার কোনও ব্যক্তি। আর্জিতে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, 'ইন্ডিয়ান'-এর জন্য তিনি কমল হাসানকে যে কৌশলের প্রশিক্ষণ দিয়েছিলেন ঠিক তাইই ‘ইন্ডিয়ান ২’তে ব্যবহার করা হয়েছে। এবং এর পরেও তাঁকে কোনও কৃতিত্ব দেওয়া হয়নি। তাই তিনি আবেদন করেছেন, বড়পর্দা অথবা ওটিটি প্ল্যাটফর্ম-দু'জায়গাতেই নিষিদ্ধ করে দেওয়া হোক এই ছবির মুক্তি!
জানা গিয়েছে, ৯ জুলাই মাদুরাই জেলা আদালতে এই মামলার শুনানি হয়। রাজেন্দ্রনের অভিযোগের জবাব দেওয়ার জন্য ১১ জুলাই পর্যন্ত ছবি র নির্মাতাদের সময় দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে ছবির পরিচালক 'ইন্ডিয়ান' ও 'ইন্ডিয়ান ২' ছবির পরিচালক শঙ্কর জানিয়েছিলেন, তাঁরা ‘ইন্ডিয়ান ২’ ছবিতে ‘ভরমা কলাই’ ব্যবহার করার জন্য প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছিলেন। শঙ্করের কথায় "আমাদের বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন ছিল। আমরা কেরল থেকে প্রকাশম গুরুক্কালের পরামর্শ নিয়েছি। তাঁর থেকেই অভিনেতারা প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়েছেন। দর্শকেরা ছবিতে একটি ভিন্ন ভার্মাম দেখতে পাবেন।”
'ইন্ডিয়ান ২' ছবিতে কমল হাসন ছাড়াও দেখা যাবে সিদ্ধার্থ, রকুল প্রীত সিংয়ের মতো জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের।
