সংবাদ সংস্থা মুম্বই: কমল হাসন—একটা নাম, যেটা ভারতীয় সিনেমার ইতিহাসেই এক আলাদা অধ্যায়। ২৩৪ টির বেশি ছবিতে অভিনয়, দক্ষিণ ভারতে তো বটেই, বলিউডেও তার অগণিত ভক্ত। তামিল, তেলুগু, হিন্দি, মালায়ালম, কন্নড় থেকে বাংলায় পর্যন্ত অভিনয় করেছেন, এমন অভিনেতা হাতে গোনা।
কিন্তু জানেন কি, কমল হাসন এক সময় বিশ্বখ্যাত হলিউড তারকা সিলভেস্টার স্ট্যালোনেরও মেকআপ করতেন? ঠিকই পড়ছেন! ‘ব়্যাম্বো থ্রি’ সিনেমার সেটে তিনি ছিলেন একজন প্রসথেটিক মেকআপ আর্টিস্ট—সেটাও আবার এমন সময়ে, যখন তিনি নিজেই ভারতের প্রথম সারির অভিনেতা।
‘ব়্যাম্বো থ্রি’-তে মাসখানেক পিছনের সারির শিল্পীদের সঙ্গে কাজ করেছিলেন কমল হাসন! 'দ্য কপিল শর্মা শো'-এ হাজির হয়ে কমল হাসান বলেছিলেন— “আমি ব্যাক লটে কাজ করছিলাম। মিস্টার স্ট্যালোনের মুখের সব কাটাছেঁড়া, ফাটা- আমি বানিয়েছিলাম। তখন আমি প্রসথেটিক মেকআপ শিখছিলাম। মাস দেড়েক ছিলাম, কেউ চিনত না। রাস্তায় হেঁটেছি, ঠান্ডা পানীয় কিনেখেয়েছি, দোকানে দোকানে ঘুরেছি। আনন্দ পেয়েছিলাম খুব, কারণ নিশ্চিন্তে ঘুরছিলাম। সেখানে কারণ আমাকে চেনার মতো কেউ ছিল না।”
অস্কারজয়ী মেকআপ আর্টিস্টের কাছ থেকে ট্রেনিং!
কমল প্রশিক্ষণ নিয়েছিলেন খোদ অস্কারজয়ী রূপসজ্জা শিল্পী মাইকেল ওয়েস্টমোর-এর কাছ থেকে। কমল হাসন জানান, তিনি কিন্তু তখন কোনও হলিউডে কাজের খোঁজে ছিলেন না, বরং রূপসজ্জা শিল্প রপ্ত করার জন্যই ছিলেন সেখানে। আর সেই শেখাই পরবর্তীতে ‘ইন্ডিয়ান, অব্বাই শানমুগি, কিংবা দশাবতারম’-এর মতো ছবিতে নজিরবিহীন ব্যবহার করেছিলেন তিনি।
