সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


শুটিং ফ্লোরে স্মৃতিশক্তি হারায় কাজলের! 


মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন একবার ছবির শুটিংয়ের সময় তাঁর স্মৃতিশক্তি হারিয়ে যায়। 'কুছ কুছ হোতা হ্যায়'-এর একটি গানের শুটিংয়ের সময় শাহরুখের সঙ্গে বাইসাইকেল চালানোর দৃশ্য চলছিল কাজলের। তখন সাইকেল থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান অভিনেত্রী। কিছুক্ষণের জন্য হারিয়ে যায় তাঁর স্মৃতিশক্তি। সেই সময় অজয় দেবগণকে ফোন করেন করণ। স্বামী অজয়ের সঙ্গে কথা বলার পর স্মৃতি ফিরে আসে কাজলের, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।


জুটিতে ইমরান-জোয়া


থ্রিলারের আবহে পরিচালক নীরজ পাণ্ডের সঙ্গে এবার হাত মেলাচ্ছেন বলি অভিনেতা ইমরান হাশমি। নীরজের আসন্ন সিরিজের মুখ্য ভূমিকায় দেখা যেতে পারে অভিনেতাকে। সিরিজে থাকবে ভরপুর থ্রিলারের আবহ। নাম 'তাসকারি'। ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ মুক্তি পাবে সিরিজটি। জানা যাচ্ছে, সারা বিশ্বের গুপ্তচরদের নানা গল্প নিয়ে তৈরি হচ্ছে এই সিরিজটি। শুটিং হবে দেশ-বিদেশের নানা প্রান্তে, খবর এমনটাই। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, সিরিজে ইমরানের নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে জোয়া আফরোজকে। এই প্রথমবার জুটি বাঁধছেন দুই তারকা।

 

ফের বাবা হবেন ফারহান? 


বৃহস্পতিবার ৫১-এ পা দিয়েছেন অভিনেতা। তার পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন, ফের বাবা হতে চলেছেন ফারহান। ২০২২ সালে অভিনেত্রী তথা সঞ্চালিকা শিবানী দান্ডেকরের সঙ্গে দ্বিতীয় বিয়ে সেরেছেন অভিনেতা। এবার নাকি তাঁদের ঘরে আসতে চলেছে ছোট্ট সদস্য।‌ তবে শিবানী মা হচ্ছেন না। গোটাটাই যে গুজব তা স্পষ্ট করলেন শাশুড়ি শাবানা। মুম্বই সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে দিলেন, গোটাটাই গুজব।