অভিনেত্রী কাজল এ কিচলু সম্প্রতি ভুয়ো মৃত্যুর গুজবের শিকার। নেটমাধ্যমে ভাইরাল হওয়া খবর দাবি করেছিল, বড়সড় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি নাকি মারা গিয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে কাজল বলেন, “এই ভিত্তিহীন খবর শুনে যদিও আমি খানিকটা হাস্যকরই মনে করেছি, কিন্তু আমার পরিবার কতটা বিচলিত হয়েছে, তা দেখে খারাপ লেগেছে। পরিবার এবং আমার কর্মীদের কাছে একের পর এক ফোন আসতে থাকে। জন্ম এবং মৃত্যু জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা—এগুলো কখনও হালকাভাবে নেওয়া উচিত নয় কিংবা মিথ্যে ছড়ানো ঠিক নয়। আমি আন্তরিকভাবে আশা করি আমরা সবাই সত্য, সদয়তা এবং ইতিবাচকতার দিকে বেশি মনোযোগ দেব।”
৪০ বছর বয়সী অভিনেত্রী এর আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ভুয়ো খবরের বিরুদ্ধে সরব হন এবং ভক্তদের আশ্বস্ত করেন যে তিনি একেবারে সুস্থ ও নিরাপদ আছেন। তিনি লিখেছিলেন, “আমি কিছু ভিত্তিহীন খবর দেখেছি, যেখানে বলা হয়েছে আমি দুর্ঘটনায় পড়েছি (এবং আর বেঁচে নেই!)। সত্যি বলতে এটা বেশ মজারই মনে হয়েছে, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা। ঈশ্বরের কৃপায় আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমি একেবারেই ভালো আছি, নিরাপদ আছি এবং খুব ভালই আছি।”
লিউডে ‘কিউঁ! হো গয়া না...’ (২০০৪) ছবির হাত ধরে অভিষেক করার পর কাজল ধীরে ধীরে দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম বড় নাম হয়ে ওঠেন। তামিল ও তেলুগু সিনেমায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। যার মধ্যে রয়েছে ‘থুপ্পাক্কি’, ‘টেম্পার’, ‘কোমালি’ এবং ‘হে সিনামিকা’।
সম্প্রতি তিনি পুলিশি থ্রিলার ‘সত্যভামা’ ছবিতে অভিনয় করেছেন এবং বিশেষ চরিত্রে দেখা গিয়েছে ‘কান্নাপ্পা’ ছবিতেও। সামনে তার ঝুলিতে রয়েছে বড় বড় প্রজেক্ট—‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’ এবং ‘রামায়ণ’।
ব্যক্তিগত জীবনে, ২০২০ সালের অক্টোবরে ব্যবসায়ী গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। এই দম্পতির একটি ছেলে রয়েছে, নীল। ব্যস্ত শ্যুটিং সূচির ফাঁকে কাজল প্রায়ই নিজের পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
কাজলকে সম্প্রতি দেখা গিয়েছিল বিষ্ণু মঞ্চুর পৌরাণিক কাহিনি অবলম্বনে নির্মিত ‘কান্নাপ্পা’ ছবিতে। চলতি বছরেই তিনি বলিউডের অ্যাকশন ফিল্ম ‘সিকান্দার’-এও অভিনয় করেছেন, যেখানে তাঁর সঙ্গে পর্দা ভাগ করেছেন সলমন খান ও রশ্মিকা মন্দানা।
আগামী দিনে অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু বড় কাজ। সর্বাগ্রে রয়েছে কমল হাসান অভিনীত এবং শঙ্কর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ইন্ডিয়ান ৩’। এছাড়াও ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, নিতেশ তিওয়ারির দুই খণ্ডের মহাকাব্যিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ কাজলকে দেখা যেতে পারে রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে।
এই ছবিতে ইয়াশ অভিনয় করবেন রাবণের চরিত্রে, রণবীর কাপুর হবেন রাম, আর সাই পল্লবীকে দেখা যাবে সীতার ভূমিকায়। যদি খবরটি সত্যি হয়, তবে এটি নিঃসন্দেহে কাজলের সাম্প্রতিক কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং বড় ভূমিকা হয়ে উঠবে।
