নিজস্ব সংবাদদাতা: রাজ চক্রবর্তীর হিন্দি ওয়েব সিরিজ নিয়ে দর্শকদের মধ্যে বরাবরই একটা কৌতূহল রয়েছে। কারণ পরিচালকের এই সিরিজের প্রেক্ষাপট তাঁর বাংলা ছবি 'পরিণীতা'। তবে এটা রিমেক ঠিক নয়। বরং সিরিজের গল্প শুরু হয়েছে সেখান থেকে, যেখানে বাবাইদার মৃত্যুর প্রতিশোধ নেবে মেহুল। অর্থাৎ, ছবিটা যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই হিন্দি সিরিজের গল্প শুরু হয়েছে।
এখানে 'মেহুল'-এর ভূমিকায় অর্থাৎ শুভশ্রীর জুতোতে পা গলাচ্ছেন অদিতি পোহাঙ্কর। 'বাবাইদা'র ভূমিকায় ঋত্বিক চক্রবর্তীর পরিবর্তে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। মেহুলের দুই বান্ধবী হিসেবে রয়েছেন প্রীতি সরকার এবং অনন্যা সেনকে। এছাড়াও বিশেষ চরিত্রে থাকছেন সুমিত ব্যস। তুলিকা বসুর পরিবর্তে মেহুলের মায়ের ভূমিকায় দেখা যাবে লাবণী সরকারকে।
সিরিজের শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন জায়গা জুড়ে। এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অভিনেতা জয়ী দেব রায়। রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করা যেন স্বপ্নপূরণ তাঁর কাছে। আজকাল ডট ইন-কে জয়ী বলেন, "অভিনয়ে এসেছি রাজ চক্রবর্তীর ছবি দেখে। শুরু থেকে ভাবতাম যদি একবার সুযোগ পাই ওঁর ছবিতে কাজ করার তাহলে আর কিচ্ছু চাই না।"
অভিনেতার কথায়, "একবার বিমানবন্দরে দেখা হয়েছিল রাজদার সঙ্গে। তখন বলেছিলাম ওঁর ছবিতে একটা পাসিং শট দিলেও চলবে। এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে রাজদা জানান, কিছুদিনের মধ্যেই ডেকে পাঠাবেন আমায়, হাতে সময় নিয়ে আসতে। তারপরেই এই সিরিজের প্রস্তাব দেন। এইভাবে সুযোগটা আসবে একদম ভাবতে পারিনি। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি চরিত্রটা ফুটিয়ে তোলার।"
