নিজস্ব সংবাদদাতা: বহুদিন ধরেই দিতিপ্রিয়া রায়ের ছোটপর্দায় ফেরার খবর শোনা যাচ্ছিল। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধে ফিরছেন অভিনেতা জিতু কমল। দু'জনেই ছোটপর্দার মাধ্যমে কেরিয়ার শুরু করলেও বড়পর্দা থেকে ওটিটির জগতে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। দর্শকের থেকেও পেয়েছেন বিপুল ভালবাসা। তাঁদের জুটিকে পর্দায় নতুনভাবে দেখার জন্য উৎসাহিত দর্শক মহল। 

 

'এসভিএফ'-এর প্রযোজনায় জি বাংলায় আসছে জিতু-দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিক 'তোমাকে ভালবেসে'। ধারাবাহিকের প্রোমোতে দেখা যায়, গল্পের নায়িকা দিতিপ্রিয়া সাইকেল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেলিকপ্টারের পিছনে ছুটছেন। তাঁর বান্ধবীরা বলছেন এভাবে মাটি থেকে কি হেলিকপ্টারের পিছনে ছুটে যাওয়া যায়? উত্তরে দিতিপ্রিয়া জানান, তাই সে মাটিতে পা রাখতে জানে। যখন ইচ্ছে থামা যায়, যখন ইচ্ছে ছোটা যায়। 

এর মধ্যেই উড়ে আসে আরেক প্রশ্ন, "যদি মনের মানুষ হেলিকপ্টারে চড়ে আসে তাহলে তার পিছনে ছুটবি কীভাবে?" নায়িকার জবাব, "ভালবাসা সত্যি হলে সে মাটিতে নেমে আসবে।" যদিও মুক্তি পাওয়া প্রথম প্রোমোতে জিতু সামনে আসেননি। কিন্তু নায়ক-নায়িকাকে একসঙ্গে এবার দেখা যেতে চলেছে আগামী প্রোমোতে।

জানা যাচ্ছে, নতুন প্রোমোর শুটিংয়ের জন্য কাশ্মীর পাড়ি দিয়েছে ধারাবাহিকের টিম। ইতিমধ্যেই, ভূস্বর্গ থেকে সমাজমাধ্যমে ছবি ভাগ করেছেন জিতু-দিতিপ্রিয়া। এই প্রথমবার কোনও বাংলা ধারাবাহিকের প্রোমো শুটিং হচ্ছে কাশ্মীরে। জানা যাচ্ছে, এই ধারাবাহিক একেবারে অন্য মাত্রার গল্প তুলে ধরবেন দর্শকের সামনে।