সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?
'মির্জাপুর ৪'-এ ফিরবে 'মুন্না ভাই'
'মির্জাপুর ৪' আসার সম্ভাবনা দেখা গিয়েছিল সিজন ৩-এর শেষেই। এবার এল আরও বড় খবর। চতুর্থ সিজনে নাকি দেখা যেতে চলেছে 'মুন্না ভাই' অর্থাৎ দিব্যেন্দু শর্মাকে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দু শর্মা এই তিনজকেই আবারও নাকি এক ফ্রেমে পেতে চলেছেন দর্শক। ইতিমধ্যেই 'মির্জাপুর ৩'-এর বোনাস পর্ব আসার ঘোষণা হয়েছে। তাই এই জল্পনা আরও বেড়ে গিয়েছে। নির্মাতারা আশা করছেন ২০২৫-এর শেষে কিংবা ২০২৬-এ মুক্তি পাবে 'মির্জাপুর ৪'।
'কিং' নিয়ে মুখ খুললেন শাহরুখ
অবশেষে পরিচালক সুজয় ঘোষের ছবি 'কিং' নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। ৭৭ তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলিউডের 'বাদশা' বলেন, "সুজয়ের আসন্ন ছবি 'কিং'-এর জন্য অনেক ওজন ঝরাতে হয়েছে। এমনকী কিছু অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে।" এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন মেয়ে সুহানা খান। ছবির বিশেষ চমক হিসেবে থাকছেন অভিষেক বচ্চনও।
তারকা সন্তান হওয়ার সুযোগ নিয়েছিলেন সারা
তারকা সন্তান হয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়ে অভিনেত্রী সারা আলি খান মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর প্রথম ছবি 'কেদারনাথ'-এর পর পরিচালক রোহিত শেঠির কাছে 'সিম্বা'র জন্য আবেদন করেন। এবং ইন্ডাস্ট্রির পরিচিতদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে তাঁর বাবা,মার অবদান থাকলেও অভিনয় জগতে পথ চলা কিন্তু তাঁর উপর নির্ভর করে। সারার কথায়, "সুযোগ বাবা,মার দৌলতে পেলেও যদি সেটা কাজে না লাগিয়ে নিজের পারদর্শীতা প্রকাশ করা না যায় তাহলে ভবিষ্যতে কেউ ডেকে কাজ দেয় না।"
'মির্জাপুর ৪'-এ ফিরবে 'মুন্না ভাই'
'মির্জাপুর ৪' আসার সম্ভাবনা দেখা গিয়েছিল সিজন ৩-এর শেষেই। এবার এল আরও বড় খবর। চতুর্থ সিজনে নাকি দেখা যেতে চলেছে 'মুন্না ভাই' অর্থাৎ দিব্যেন্দু শর্মাকে। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও দিব্যেন্দু শর্মা এই তিনজকেই আবারও নাকি এক ফ্রেমে পেতে চলেছেন দর্শক। ইতিমধ্যেই 'মির্জাপুর ৩'-এর বোনাস পর্ব আসার ঘোষণা হয়েছে। তাই এই জল্পনা আরও বেড়ে গিয়েছে। নির্মাতারা আশা করছেন ২০২৫-এর শেষে কিংবা ২০২৬-এ মুক্তি পাবে 'মির্জাপুর ৪'।
'কিং' নিয়ে মুখ খুললেন শাহরুখ
অবশেষে পরিচালক সুজয় ঘোষের ছবি 'কিং' নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। ৭৭ তম লোকার্নো চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলিউডের 'বাদশা' বলেন, "সুজয়ের আসন্ন ছবি 'কিং'-এর জন্য অনেক ওজন ঝরাতে হয়েছে। এমনকী কিছু অ্যাকশন দৃশ্যের জন্য বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে।" এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন মেয়ে সুহানা খান। ছবির বিশেষ চমক হিসেবে থাকছেন অভিষেক বচ্চনও।
তারকা সন্তান হওয়ার সুযোগ নিয়েছিলেন সারা
তারকা সন্তান হয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়ে অভিনেত্রী সারা আলি খান মুম্বই সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি তাঁর প্রথম ছবি 'কেদারনাথ'-এর পর পরিচালক রোহিত শেঠির কাছে 'সিম্বা'র জন্য আবেদন করেন। এবং ইন্ডাস্ট্রির পরিচিতদের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে তাঁর বাবা,মার অবদান থাকলেও অভিনয় জগতে পথ চলা কিন্তু তাঁর উপর নির্ভর করে। সারার কথায়, "সুযোগ বাবা,মার দৌলতে পেলেও যদি সেটা কাজে না লাগিয়ে নিজের পারদর্শীতা প্রকাশ করা না যায় তাহলে ভবিষ্যতে কেউ ডেকে কাজ দেয় না।"
