সংবাদ সংস্থা, মুম্বই: সম্প্রতি ২৯ বছরের দাম্পত্যে ইতি টেনেছেন এআর রহমান এবং সায়রা বানু। বিবাহ বিচ্ছেদের ঘোষণার পর থেকেই প্রতি মুহূর্তে নানা কারণে শিরোনামে অস্কারজয়ী সরকার। কখনও তাঁর সঙ্গে নাম জড়িয়েছে তাঁরই টিমের বেসিস্ট মোহিনী দে-র। আবার কখনও উঠে এসেছে খোরপোশের প্রসঙ্গ। আর এরই মধ্যে সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আরও এক গুঞ্জন। সঙ্গীত জগৎ থেকে নাকি বিরতি নিচ্ছেন রহমান! এবার সেই বিষয়ে নীরবতা ভাঙলেন সুরকারের কন্যা খাতিজা রহমান। 

শুধু দেশের নয়, আন্তর্জাতিক সঙ্গীতের আকাশে অন্যতম উজ্জ্বল নক্ষত্র এআর রহমান। কয়েক দশক ধরে তিনি তাঁর গানের মাধ্যমে দর্শকের মন ছুঁয়ে গিয়েছেন। গোল্ডেন গ্লোব থেকে অস্কার, সবই রয়েছে তাঁর ঝুলিতে। তাই স্বাভাবিকভাবে আচমকা রহমানের ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন ভক্তরা। কিন্তু সত্যি কী তাই? যদিও নেটদুনিয়ার রটনাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন খাতিজা।

এআর রহমানের বড় মেয়ে খাতিজা রহমান। রীতিমতো সুরকারের সঙ্গীত জগৎ থেকে বিদায় নেওয়া নেওয়ার খবরে ক্ষুব্ধ তিনি। সম্প্রতি খাতিজা সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট লিখেছেন, ‘অনুগ্রহ করে এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো বন্ধ করুন।’ বিষয়টি যে সত্যি নয়, তা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে এমন গুজব ছড়ানোর পিছনে কোন উদ্দেশ্য রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত, গত কয়েক দিনে নেটপাড়া উত্তাল অস্কারজয়ী সুরকার এআর রহমানের বিবাহবিচ্ছেদ নিয়ে। সুরকারের ডিভোর্সের খবর সামনে আসতেই জলঘোলা কম হয়নি। আসলে রহমানের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার ঘণ্টা খানেকের মাথায় তাঁর টিমের বেসিস্ট মেহিনীও স্বামীর সঙ্গে আলাদা থাকার ঘোষণা করেন। যা নিয়ে মোহিনী ও রহমানের মধ্যে যোগসূত্র খুঁজছেন অনেকে। তবে এসব নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছে তাঁর পরিবার।