সাধারণ মানুষ থেকে তারকা, কেউই বোধহয় সমাজমাধ্যমে কটাক্ষের হাত থেকে নিষ্কৃতি পান না। ট্রোলাররা যেন ওত পেতে বসে থাকে। পান থেকে সামান্য চুন খসলেই তির্যক কথা শুনতে হয়। সঙ্গে কুপ্রস্তাব, নোংরা ইঙ্গিত দিয়ে মন্তব্য তো আছেই। সম্প্রতি এই বিষয়ে কথা বললেন বলিউড তারকা হুমা কুরেশি। জানালেন শ্লীলতাহানি হোক বা সমাজমাধ্যমে অপ্রীতিকর মন্তব্য করে হেনস্থা করা, দু' ক্ষেত্রেই সমান শাস্তি হওয়া উচিত। 

সদ্যই মুক্তি পেয়েছে 'দিল্লি ক্রাইম সিজন ৩'। এই সিরিজে নজর কেড়েছেন হুমা কুরেশি। দারুণ প্রশংসিত হচ্ছে তাঁর অভিনয়। এছাড়া তাঁর 'মহারানী সিজন ৪'-ও কিছুদিন আগেই স্ট্রিম করা শুরু করেছে। এই দুই সিরিজের মুক্তির পর একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে কথা বলতে শোনা গেল তাঁর কেরিয়ার থেকে শুরু করে নারীবাদ, ইত্যাদি বিষয়ে। 

সমাজমাধ্যমে অযথা আক্রমণ, কুমন্তব্য নিয়ে ঠিক কী বলেছেন হুমা? এদিন এই সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, 'বিকিনি পরে একটা ছবি দাও, ইত্যাদির মতো মন্তব্য আসে। আর এসব দেখে আমি ভাবি, কী বলছে এরা? ভীষণই অসহ্যকর বিষয়টা। দুঃখজনকও বটে।' তিনি এদিন আরও বলেন, 'আমার মতে, যেমন রাস্তা ঘাটে মেয়েদের শ্লীলতাহানি করা হলে শাস্তি দেওয়া হয়, তেমন ভাবেই অনলাইনেও হেনস্থা করা হলে একই রকম শাস্তি দেওয়া উচিত। দু'টোর মধ্যে কোনও ফারাক নেই।' 

হুমা কুরেশিকে এদিন বলতে শোনা যায়, 'আপনারা অনেকেই আমার ইনবক্সে এসে নোংরা ছবি পাঠান, নোংরা মন্তব্য করেন আমার পোস্টে। আপনাদেরও একই রকম শাস্তি পাওয়া উচিত ঠিক যেমন কেউ পথে ঘাটে মহিলাদের সঙ্গে অসভ্যতা করলে শাস্তি পায়। আমি খালি একটা কমন সেন্সের বিষয়ে কথা বলতে চাই, মেয়েরা কী পরবে, কেমন সাজবে, কেমন ভাবে জীবন কাটাবে, কী কাজ করবে, কটা নাগাদ বাড়ি ফিরবে, তাঁর ওজন কী এসব বিষয়ে টিপ্পনি দেওয়া বন্ধ করুন।' 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, হুমা কুরেশি অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর পার্ট ২' ছবির হাত ধরে খ্যাতি পান। তাঁকে 'মহারানী ৪' সিজনে সম্প্রতি পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে। এছাড়া 'জলি এলএলবি ৩' ছবিতেও তিনি নজর কেড়েছেন হাল আমলে। আর সদ্যই মুক্তি পেয়েছে তাঁর 'দিল্লি ক্রাইম ৩'। এখানে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।