আজকাল ওয়েব ডেস্ক: চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'ডেগপুল অ্যান্ড উলভারিন'। সাত বছর পর ফের 'উলভারিন'-এর চরিত্রে বড়পর্দায় ফিরছেন হিউ জ্যাকম্যান, যা নিয়ে উচ্ছ্বসিত মার্ভেল-প্রেমীরা। গত ২৪ বছরে বিভিন্ন জনপ্রিয় সীপারহিরো চরিত্রের মুখ হিসাবে বদলে গিয়েছেন অভিনেতারা, ব্যতিক্রম একমাত্র হিউ জ্যাকম্যান। দু'দশকের বেশি সময় ধরে পর্দায় 'উলভারিন'-এর চরিত্রে একমাত্র তাঁকেই দেখতে চেয়েছেন দর্শক এবং সে কথা রেখেওছেন এই হলি-তারকা। তবে জানেন কি, 'উলভারিন' চরিত্রে হিউয়ের অডিশন দেখে তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল। তা হলে কীভাবে সুযোগ পেলেন তিনি? সম্প্রতি এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন মার্ভেল প্রযোজনা সংস্থার কর্ণধার কেভিন ফেজ।
এক সাক্ষাৎকারে 'মার্ভেল সুপ্রিমো' জানান, হিউ জ্যাকম্যান নয়, বরং 'উলভারিন' চরিত্রের জন্য এই প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিল স্কটিশ অভিনেতা ডোরে স্কট। এবং তার সঙ্গেও কথাবার্তা সব পাকা হয়ে গিয়েছিল। তবে বাদ সাধলেন টম ক্রুজ! আসলে টম ক্রুজের 'মিশন ইম্পসিবল' সিরিজের দ্বিতীয় ছবিতে প্রধান খলনায়কের চরিত্রের জন্য অভিনয় করতে চলেছিলেন ডোরে। জানতে পেরে টম ক্রুজ তাঁকে বলেছিলেন একইসঙ্গে খলনায়ক এবং সুপারহিরো হয়ে পর্দায় আসা চলবে না। যে কোনও একটি বেছে নিতে হবে ডোরেকে। শোনামাত্রই 'মিশন ইম্পসিবল' ছবিটিকে নিজের ঝোলায় পোরেন স্কটিশ অভিনেতা।
অন্যদিকে, সমস্যায় পড়ে মার্ভেল সংস্থা। তাঁদের মাথায় ছিল হিউ জ্যাকম্যানের কথা, কিন্তু 'উলভারিন' হিসাবে সে বড্ড লম্বা। কমিকসে যেখানে 'উলভারিন'-এর উচ্চতা সাড়ে পাঁচ ফুট সেখানে হিউয়ের উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি! যাই হোক, হিউকে ফের ডাকা হয়। আবার চলে অডিশন। খোদ হিউ জ্যাকম্যানেরও মনে হয়েছিল 'উলভারিন' চরিত্রের বরাত তিনি পাবেন না। কিন্তু শেষমেষ খানিক দ্বিধা নিয়েই হিউকেই 'এক্স ম্যান' হিসাবে পছন্দ করল পরিচালক ব্রায়ান সিঙ্গার এবং চিত্রনাট্যকার টম ডিস্যান্টো। সায় ছিল কেভিন ফেজেরও।
শেষমেশ 'উলভারিন' হয়ে বড়পর্দায় হাজির হলেন হিউ। তৈরি হল ইতিহাস!
এক সাক্ষাৎকারে 'মার্ভেল সুপ্রিমো' জানান, হিউ জ্যাকম্যান নয়, বরং 'উলভারিন' চরিত্রের জন্য এই প্রযোজনা সংস্থার প্রথম পছন্দ ছিল স্কটিশ অভিনেতা ডোরে স্কট। এবং তার সঙ্গেও কথাবার্তা সব পাকা হয়ে গিয়েছিল। তবে বাদ সাধলেন টম ক্রুজ! আসলে টম ক্রুজের 'মিশন ইম্পসিবল' সিরিজের দ্বিতীয় ছবিতে প্রধান খলনায়কের চরিত্রের জন্য অভিনয় করতে চলেছিলেন ডোরে। জানতে পেরে টম ক্রুজ তাঁকে বলেছিলেন একইসঙ্গে খলনায়ক এবং সুপারহিরো হয়ে পর্দায় আসা চলবে না। যে কোনও একটি বেছে নিতে হবে ডোরেকে। শোনামাত্রই 'মিশন ইম্পসিবল' ছবিটিকে নিজের ঝোলায় পোরেন স্কটিশ অভিনেতা।
অন্যদিকে, সমস্যায় পড়ে মার্ভেল সংস্থা। তাঁদের মাথায় ছিল হিউ জ্যাকম্যানের কথা, কিন্তু 'উলভারিন' হিসাবে সে বড্ড লম্বা। কমিকসে যেখানে 'উলভারিন'-এর উচ্চতা সাড়ে পাঁচ ফুট সেখানে হিউয়ের উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি! যাই হোক, হিউকে ফের ডাকা হয়। আবার চলে অডিশন। খোদ হিউ জ্যাকম্যানেরও মনে হয়েছিল 'উলভারিন' চরিত্রের বরাত তিনি পাবেন না। কিন্তু শেষমেষ খানিক দ্বিধা নিয়েই হিউকেই 'এক্স ম্যান' হিসাবে পছন্দ করল পরিচালক ব্রায়ান সিঙ্গার এবং চিত্রনাট্যকার টম ডিস্যান্টো। সায় ছিল কেভিন ফেজেরও।
শেষমেশ 'উলভারিন' হয়ে বড়পর্দায় হাজির হলেন হিউ। তৈরি হল ইতিহাস!
