নিঃসন্দেহে একটি যুগের অবসান। প্রাক্তন রেসলিং আইকন ও অভিনেতা হাল্ক হোগ্যান ৭১ বছর বয়সে প্রয়াত হলেন। ২৪ জুলাই, ফ্লোরিডার ক্লিয়ারওয়াটার-এ নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বিশ্বজুড়ে ক্রীড়া ও বিনোদন জগতে।

 

এই খবরে স্তব্ধ হয়ে গিয়েছেন ‘রকি’ খ্যাত সিলভেস্টার স্ট্যালোন। ইনস্টাগ্রামে একটি পুরনো ছবি পোস্ট করে স্ট্যালোন লিখেছেন, “আমি তখনই বুঝেছিলাম, ও একজন অবিশ্বাস্য শোম্যান ও দুর্দান্ত প্রতিভা। মাত্র ২৬ বছর বয়সে ওর সঙ্গে দেখা হয়েছিল ‘রকি থ্রি’ ছবির সময়। আমার হৃদয় আজ ভেঙে গেছে… বিশ্বাসই হচ্ছে না ও আর নেই।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sly Stallone (@officialslystallone)