টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
হিনার প্রথম করওয়া চৌথ
বিয়ের পর প্রথম করওয়া চৌথ পালন করলেন টেলি-তারকা হিনা খান। গত জুন মাসে তিনি দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল-এর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। সেই থেকে এই জুটি অনুরাগীদের কাছে এক উজ্জ্বল প্রেমের দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। সদ্য বিবাহিত দম্পতি হিসেবে হিনা খান তাঁর প্রথম করওয়া চৌথ উদযাপনের বিশেষ মুহূর্তগুলো সমাজমাধ্যমে তুলে ধরেছেন, যা দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। প্রথম করওয়া চৌথে হিনা খান তাঁর মেহেন্দি-শোভিত হাতের সুন্দর একটি ছবি শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে সুন্দর নকশা করা মেহেন্দি, যা উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে তুলেছে। এর পাশাপাশি, হিনা তাঁর স্বামীর, অর্থাৎ রকি জয়সওয়ালের, একটি আবেগঘন ভালবাসার বিশেষ অঙ্গভঙ্গি বা বার্তা প্রকাশ করেছেন, যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।
বরিন্দরের শেষ পোস্ট
প্রখ্যাত পাঞ্জাবি অভিনেতা এবং বডিবিল্ডিং চ্যাম্পিয়ন বরিন্দর সিং ঘুমান-এর আকস্মিক মৃত্যুতে গোটা ক্রীড়া ও বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। সলমন খানের 'টাইগার ৩'-এর সহ-অভিনেতা বরিন্দর সিং ঘুমান পাঞ্জাবের অমৃতসরের একটি হাসপাতালে চিকিৎসা চলাকালীন কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা যান। মৃত্যুর কয়েক দিন আগে ঘুমানের করা একটি ইনস্টাগ্রাম পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফিটনেস অনুরাগীদের মধ্যে তিনি ছিলেন একজন অনুপ্রেরণা। তাঁর শেষ পোস্টটি ছিল একটি অনুপ্রেরণামূলক ছবি, যেখানে তাঁকে জিমে ট্রেনিং করতে দেখা যাচ্ছে। পোস্টটিতে তিনি তাঁর ভক্তদের ফিট থাকতে এবং জীবনে এগিয়ে যেতে উৎসাহিত করেছিলেন। তাঁর এই পোস্টটি এখন ভক্তদের জন্য আরও বেশি আবেগপূর্ণ হয়ে উঠেছে, কারণ এর মাধ্যমেই তিনি তাঁর অনুরাগীদের শেষ বার্তা দিয়ে গেলেন। তাঁর লক্ষাধিক অনুরাগী সেই পোস্টে শোক প্রকাশ করছেন এবং তার স্মৃতিচারণ করছেন।
আরও পড়ুন: শেষরক্ষা হল না, মাত্র ৫৩ বছর বয়সেই প্রয়াত সলমন খানের সহ-অভিনেতা! হাহাকার বলিউডে
বরুণ-জাহ্নবীর পতন!
বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'সানি সংস্কারি কী তুলসি কুমারী' অবশেষে বক্স অফিসে ৪০ কোটি টাকার অঙ্ক পেরিয়েছে। মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ধীরে চললেও, প্রতিযোগিতার মধ্যেও এটি এই মাইলফলক ছুঁয়েছে। প্রথম কয়েকদিন ভাল কালেকশনের পর, সোমবার থেকে ছবির আয়ে কিছুটা পতন দেখা যায়। তবে, আট দিনের শেষে, সিনেমাটি মোট ৪০.৭৫ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যদিও ছবিটি সমালোচক এবং দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবুও দশেরার ছুটিতে এর ওপেনিং কালেকশন ছিল ৯.২৫ কোটি টাকা। তবে, একই সময়ে মুক্তি পাওয়া ঋষভ শেট্টির 'কান্তারা চ্যাপ্টার ১'-এর সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়েছে ছবিটিকে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই রোমান্টিক কমেডি ছবিটিতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রোহিত সরফ এবং সানিয়া মালহোত্রা। ধর্ম প্রোডাকশনের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন করণ জোহর।
