সংবাদসংস্থা মুম্বই: আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...
'রেস ৪'-এ হর্ষবর্ধন
আগেই শোনা গিয়েছিল 'রেস' ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি অর্থাৎ 'রেস ৪'-এ দেখা যেতে পারে সইফ আলি খানকে। এমনটাই মুম্বই সংবাদ মাধ্যম সূত্রে খবর। এবারে শোনা যাচ্ছে, সইফের পাশাপাশি ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা হর্ষবর্ধন রানেকে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা করেননি নির্মাতারা।
রণবীরের প্রস্তুতি তুঙ্গে
সঞ্জয় লীলা বনসালির আগামী ছবি 'লাভ অ্যান্ড ওয়ার'-এ মুখ্য ভূমিকায় থাকছেন তিন বলি তারকা। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। ছবিতে সুঠাম দেহে দেখা যাবে রণবীরকে। তার জন্য চলছে জোরকদমে প্রস্তুতি। অভিনেতার শরীরচর্চার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড় তুলেছে অনুরাগীদের মনে।
শুটিং ফ্লোরে ফিরলেন সইফ?
বছরের শুরুতেই বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছেন সইফ আলি খান। জানা যাচ্ছে, এখন পুরোপুরি সুস্থ তিনি। তাই নাকি এবার শুটিং ফ্লোরে ফিরেছেন। তবে মুম্বই নয়, দিল্লিতে রয়েছেন অভিনেতা। তবে কি 'রেস ৪'-এর শুটিং শুরু করলেন সইফ? যদিও মুম্বই সংবাদমাধ্যমকে প্রযোজক রমেশ জানান, চলতি বছরের শেষে শুরু হবে এই ছবির শুটিং। তবে কীসের শুটিং শুরু করলেন সইফ? তা এখনও ধোঁয়াশা।
