সংবাদসংস্থা মুম্বই: জনসমক্ষে আদিবাসী সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আইনি বিপাকে পড়েছেন পর্দার ‘অর্জুন রেড্ডি’ অর্থাৎ দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। তেলেঙ্গানার রেড্ডিদুর্গম থানায় তফসিলি জাতি ও তফসিলি উপজাতি অভিনেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে।

 

 

ঘটনার সূত্রপাত পহেলগাঁও কাণ্ডের পরে। সেই সময় ‘রেট্রো’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত ছিলেন বিজয়। সেই সময়ে পাকিস্তানকে আদিবাসীদের সঙ্গে তুলনা করে বিতর্কে জড়িয়েছিলেন বিজয়। এরপরেই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বিজয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, বিজয় মন্তব্য করেন যে আদিবাসীদের বুদ্ধি ও সাধারণ জ্ঞানের অভাব রয়েছে।

 


অভিযোগ উঠেছে, বিজয় আদিবাসী সম্প্রদায়কে অপমান করে বলেছেন যে, তাঁরা ৫০০ বছর আগে কোন বুদ্ধি এবং ন্যূনতম সাধারণ জ্ঞান না থাকার কারণে সারাক্ষণ মারপিট করত। এমনকী বিজয় তাঁদের পহেলগাঁও হামলায় জড়িত পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনাও করেছেন।

 


হায়দরাবাদের সাইবারবাদ থানায় আদিবাসী সমিতির রাজ্য সভাপকি অশোককুমার নায়েক বিজয়ের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, বিজয়ের মন্তব্য আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গভীর ভাবে আঘাত ও অসম্মান করেছে। তাই অভিনেতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি করা হয়েছে ওই অভিযোগে।