বলিউডের মহারথী পরিচালক সঞ্জয় লীলা বনশালি এবার নিজেই আইনের জালে! রাজস্থানের বিকানেরে তাঁর আসন্ন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’–এর শুটিংকে কেন্দ্র করে দায়ের হল পুলিশি অভিযোগ। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ—প্রতারণা, অশোভন ব্যবহার ও বিশ্বাসভঙ্গ।
বনশালির অভিযোগকারীর দাবি ঠিক কী? অভিযোগ এনেছেন বিকানের বাসিন্দা প্রতীক রাজ মথুর। তাঁর দাবি, বনশালির প্রোডাকশন টিম তাঁকে এই ছবির লাইন প্রডিউসার হিসেবে চুক্তিবদ্ধ করেছিল। দায়িত্ব বুঝে নিয়েই তিনি শুটিংয়ের যাবতীয় ব্যবস্থা করেছিলেন, এমনকী, সরকারি দপ্তরগুলির সঙ্গেও যোগাযোগ করেছিলেন। কিন্তু হঠাৎই চুক্তি বাতিল করে তাঁকে প্রাপ্য টাকা না দিয়েই সরিয়ে দেওয়া হয় প্রকল্প থেকে।
অভিযোগকারীর আরও দাবি, হোটেলে গিয়ে বনশালি ও তাঁর টিমের সঙ্গে দেখা করতে গেলে, অশোভন ব্যবহার করেন তাঁরা।
পুলিশ ঠিক কী পদক্ষেপ নিচ্ছে?
বিকানের সার্কেল অফিসার বিশাল জানগিদ জানিয়েছেন, আদালতের নির্দেশে সোমবার বিচ্ছওয়াল থানায় এফআইআর দায়ের করা হয়েছে বনশালি ও তাঁর দুই সহযোগী প্রযোজক—অরবিন্দ গিল ও উৎকর্ষ বালি–র বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে -
প্রতারণা
ফৌজদারি ষড়যন্ত্র
ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ
মামলার তদন্ত করছেন বিচ্ছওয়াল থানার এসএইচও গোবিন্দ সিং চরণ।
সঞ্জয় লীলা বনশালির নতুন ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে উত্তেজনা আকাশছোঁয়া। মুখ্যভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। জানা গেছে, রণবীর ও ভিকি এখানে ভারতীয় বিমানবাহিনীর পাইলট-এর চরিত্রে। ইতিমধ্যেই ছবির ব্যয়বহুল চূড়ান্ত সংঘর্ষ দৃশ্যের শুটিং হয়েছে রাজস্থানে—যা নাকি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহত্তম সিকোয়েন্স হিসেবে চিহ্নিত হতে চলেছে।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০ মার্চ, ২০২৬-এ।
অন্যদিকে, এসএস রাজামৌলি–মহেশ বাবুর জঙ্গল-অ্যাডভেঞ্চার ড্রামার শুটিংয়ে ব্যস্ত প্রিয়ঙ্কা চোপড়া। কিন্তু তার মাঝেই বলিউডের দেশি গার্ল বিশ্বকে চমকে দিলেন নতুন ঘোষণায়। নিজের প্রোডাকশন হাউস পার্পল পেবল পিকচার্স-এর ব্যানারে তিনি একেবারে রোম্যান্টিক এক ভারত-সুইডিশ কাহিনি নিয়ে এলেন—ডকুমেন্টারি ‘দ্য সাইকেল অব লাভ’।
এই ছবির কেন্দ্রে আছেন দিল্লির রাস্তায় ছবি আঁকা এক সাধারণ শিল্পী, পিকে মহানন্দিয়া। ১৯৭৭ সালে মাত্র এক পুরনো র্যা লি সাইকেল আর বুকভরা প্রেম নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ৬,০০০ মাইল। গন্তব্য—সুইডেনে থাকা তাঁর ভালবাসার মানুষ লোট্টা ভন শেন্ডিনের কাছে। অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক অরল্যান্ডো ভন আইনসিডেল (২০১৭-তে ‘দ্য হোয়াইট হেলমেটস’-এর জন্য অস্কার পান) পরিচালনা করছেন এই ডকুমেন্টারি।তবে এই কাহিনির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে বলিউডের এক অসম্পূর্ণ গল্প। বলা ভাল, এক অসম্পূর্ণ স্বপ্নও। ২০১৩ সালে সঞ্জয় লীলা বনশালি এই গল্প নিয়েই বানাতে চেয়েছিলেন ‘ইজহার’ ছবিটি। শোনা গিয়েছিল, সেখানে মহানন্দিয়ার ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ খান। তখন ওয়ার্নার ব্রাদার্সও হাত মিলিয়েছিল বনশালির সঙ্গে। ‘দেবদাস’-এর পর কিং খানের সঙ্গে এটি হতে পারত বনশালির দ্বিতীয় বড় প্রজেক্ট। কিন্তু হঠাৎ করেই থমকে যায় সেই পরিকল্পনা।
