একদিকে ‘সন অফ সর্দার ২’-এর সাফল্যে ডুবে রয়েছেন ম্রুণাল ঠাকুর, অন্যদিকে দর্শকের ভালবাসার বৃষ্টিতে যেন আরও বেশি ঝলমলে হয়ে উঠছেন তিনি। ‘সীতা রামম’ দিয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর, আবারও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে নিজের ছবি দেখা যেন তাঁর কাছে এক নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় ধর্মাচরণ করার মতোই। 

 

নিজেই ইনস্টাগ্রামে সেই অনুভব শেয়ার করে ম্রুণাল লিখেছেন— “ ‘সীতা রামম’-এর পর থেকে আমি প্রেক্ষাগৃহে গিয়ে আপনাদের সঙ্গে ছবি দেখার এই রিচুয়ালটা মেনে চলছি। কারণ আসল ম্যাজিকটা তখনই হয়, যখন আপনারা হাসেন, চিৎকার করেন, হাততালি দেন— সেই মুহূর্তে আপনাদের সেই প্রাণের উচ্ছ্বাসই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার!”

তবে শুধু নিয়ম মানা আর পেশাদার সাফল্যই নয়, নেটপাড়ার মতে ম্রু ণালের মন খুশির আরও বড় কারণ নাকি প্রেম! এবং সেই প্রেমের নাম ধনুষ!

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mrunal Thakur (@mrunalthakur)