একদিকে ‘সন অফ সর্দার ২’-এর সাফল্যে ডুবে রয়েছেন ম্রুণাল ঠাকুর, অন্যদিকে দর্শকের ভালবাসার বৃষ্টিতে যেন আরও বেশি ঝলমলে হয়ে উঠছেন তিনি। ‘সীতা রামম’ দিয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাওয়ার পর, আবারও প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে নিজের ছবি দেখা যেন তাঁর কাছে এক নতুন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। প্রায় ধর্মাচরণ করার মতোই।
নিজেই ইনস্টাগ্রামে সেই অনুভব শেয়ার করে ম্রুণাল লিখেছেন— “ ‘সীতা রামম’-এর পর থেকে আমি প্রেক্ষাগৃহে গিয়ে আপনাদের সঙ্গে ছবি দেখার এই রিচুয়ালটা মেনে চলছি। কারণ আসল ম্যাজিকটা তখনই হয়, যখন আপনারা হাসেন, চিৎকার করেন, হাততালি দেন— সেই মুহূর্তে আপনাদের সেই প্রাণের উচ্ছ্বাসই আমাদের পরিশ্রমের সবচেয়ে বড় পুরস্কার!”
তবে শুধু নিয়ম মানা আর পেশাদার সাফল্যই নয়, নেটপাড়ার মতে ম্রু ণালের মন খুশির আরও বড় কারণ নাকি প্রেম! এবং সেই প্রেমের নাম ধনুষ!
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Mrunal Thakur (@mrunalthakur)
ধনুষ–ম্রুণাল: পর্দার বাইরের নতুন জুটি? আসলে এদের প্রেমের গুঞ্জন প্রথম জোরদার হয় যখন ধনুষ হঠাৎ করেই মুম্বইয়ে এসে হাজির হন সন অফ সর্দার ২ –এর প্রিমিয়ারে। অতিথি ছিলেন অনেক, কিন্তু ধনুষ ও মৃণালের রসায়ন যেন কিছুটা বেশিই চোখে পড়ল উপস্থিত সকলের।একসঙ্গে ছবি, হাসি, চোখে চোখ—আর কী চাই প্রেম খুঁজে পেতে! এই ছবি ঘিরে শুরু হয় জল্পনার ঢেউ।
ধনুষ–ম্রুণালের সম্পর্কের ভিত কোথায়? সূত্রের খবর, দু’জনের প্রথম আলাপ হয় দক্ষিণ ভারতে একটি অনুষ্ঠানে। তখন ম্রুণাল ‘ডাকাত: আ লভ স্টোরি’ ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন, মুম্বই ও হায়দরাবাদের মধ্যে দৌড়ঝাঁপ করছিলেন। সেখান থেকেই জমে ওঠে আলাপ, এবং এরপর সম্পর্ক। সূত্র আরও জানিয়েছে, এই দুই অভিনেতা-অভিনেত্রী দু'জনেই নিজেদের সম্পর্ক নিয়ে গোপনীয়তা রক্ষা করতে চায় ঠিকই, কিন্তু একই সঙ্গে খুব একটা লুকোচুরিও করছে না। একসঙ্গে বাইরে বেরোচ্ছে, ছবি দিচ্ছে— একেবারেই ক্যাজুয়াল। ধনুষ–ম্রু ণালের বন্ধুরাও মনে করেন, ওরা মানসিকতা, পছন্দ-অপছন্দে ভীষণ মেলে যায়।
পেশাদার ঝলক, ব্যক্তিগত উচ্ছ্বাস?
‘সন অফ সর্দার ২’-এ ম্রুণালের রাবিয়া চরিত্রে উচ্ছ্বল, প্রাণবন্ত পারফরম্যান্স দর্শককে মুগ্ধ করেছে। এই খুশির মধ্যেই ইনস্টা পোস্টে তাঁর " হৃদয়মথিত" অনুভবকে ভক্তরা যেন পড়ে ফেলেছেন একটু অন্য চোখে! একজন নেটিজেন তো লিখেই ফেললেন, "প্রেমে পড়লে মানুষ বদলে যায়”—এ তো চিরন্তন সত্য! সেই হাসিতে, সেই চোখের উজ্জ্বলতাতেই যেন ধরা পড়েছে ‘মনের মানুষ’-এর ছায়া।
তাহলে সত্যিই কি নতুন এক প্রেমের গল্পের শুরু?যদিও ধনুষ বা ম্রুণাল—কেউই মুখ খোলেননি বিষয়টি নিয়ে। তবে সোশ্যাল মিডিয়ায় রোম্যান্স রেডার অনুরাগীদের পুরোপুরি চালু! অনেকে লিখেছেন, ধনুষ-ম্রুণালের রসায়ন একেবারে কিউট! যদি সত্যিই প্রেম হয়, দারুণ একটা জুটি হবে ওঁরা!”
অন্যদিকে কেউ বলছেন, “এখনই দাগিয়ে দেওয়াটা ঠিক নয়। হয়তো বন্ধুত্বই!"
তবে ম্রুণাল যেভাবে নিজের ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনে শান্ত ও খুশির আবহে রয়েছেন, তাতে প্রশ্ন থেকেই যায়—ভালবাসাই কি তাঁর এই উচ্ছ্বাসের গোপন সূত্র?