সংবাদ সংস্থা মুম্বই: ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘কাল হো না হো’। দেখতে দেখতে ২২ বছর হয়ে গেল মুক্তি পেয়েছে সেই ছবি। শাহরুখ খান, প্রীতি জিন্টা এবং সইফ আলি খানের ‘কল হো না হো’ নিয়ে বলি-প্রেমীদের মনে এখনও একই রকমের জায়গা করে রয়েছে। বলিউডের প্রেমের ছবির মধ্যে এখনও অন্যতম বলে গন্য করা হয় নিখিল আদবানি পরিচালিত এই ছবিটিকে। সেই ছবিতে শাহরুখ এবং সইফের অভিনয় পাশাপাশি বন্ধুত্বের রসায়নে বুঁদ হয়েছিল আপামর দর্শক। একাধিক পুরস্কার রয়েছে ‘কাল হো না হো’র ঝুলিতে। সে তালিকায় রয়েছে একাধিক ফিল্মফেয়ারও। অনেকেই জানেন না, এই ছবির নাম হওয়ার কথা ছিল ‘কভি অলবিদা কহে না’। তবে শেষপর্যন্ত সেই নাম বদলে ‘কাল হো না হো’ রাখেন করণ জোহর।এবার ফের একবার চর্চায় এই ছবি। আরও ভাল করে বললে, নেটপাড়ায় জোর দাবি উঠেছে এই ছবির সিক্যুয়েল তৈরি নিয়ে। আর সেখানে মুখ্যভূমিকায় যেন দেখা যায় আরিয়ান খান এবং ইব্রাহিম আলি খান-কে!
সম্প্রতি, বলিউডে অভিষেক পর্ব সম্পন্ন হল শাহরুখ ও সইফ-পুত্রের। নেটফ্লিক্স আয়োজিত এক অনুষ্ঠানে ঘটেছে এই বলি-অভিষেক পর্ব। শাহরুখের ছেলে আরিয়ান বলিউডে পরিচালক হিসাবে যাত্রা শুরু করছেন। তাঁর পরিচালিত সিরিজের নাম ‘দ্য ব্যা***ডস্ অফ বলিউড’। অন্যদিকে, সইফ-পুত্র অভিনেতা হিসাবে পা রাখছেন ইন্ডাস্ট্রিতে বিপরীতে খুশি কাপুরকে নিয়ে। করণ জোহর প্রযোজিত সেই ওয়েব ছবির নাম ‘নাদানিয়া’। এই অনুষ্ঠানে মুক্তি পেল ইব্রাহিম-খুশির ছবির প্রথম গান ‘ইশক মেঁ’।
আরিয়ান এবং ইব্রাহিমের হাবভাব, অঙ্গিভঙ্গি দেখে তাঁদের দু'জনের সঙ্গে ‘কাল হো না হো’র ‘আমন’ ও ‘রোহিত’-এর অদ্ভুত মিল খুঁজে পেয়েছেন নেটপাড়া। এছাড়া তাঁদের বয়সটাও প্রায় সমান। অতএব, নেটপাড়ার এক বড় অংশের দাবি, শাহরুখ-পুত্র এবং সইফ-পুত্রকে নিয়ে যদি ‘কাল হো না হো’র সিক্যুয়েল তৈরি হয়, তাহলে বেশ হয়।
