আজকাল ওয়েবডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পেশাদার বডিবিল্ডার তথা অভিনেতা বরিন্দর সিংহ ঘুমন। বৃহস্পতিবার তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
ঘুমন-এর ম্যানেজার যাদবিন্দর সিংহ জানান, অভিনেতা কাঁধে ব্যথা অনুভব করায় অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। জলন্ধরে তাঁর ভাইপো অমনজ্যোত সিংহ ঘুমন সাংবাদিকদের জানান, হাসপাতালেই বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা। হৃদরোগে এতই মারাত্মক ছিল যে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অভিনেতাকে।
৪১ বছর বয়সি বরিন্দর ২০২৩ সালে বলি সুপারস্টার সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে কাজ করেছিলেন। এ ছাড়াও ২০১৪ সালে ‘রোর: টাইগার্স অফ সুন্দরবনস’ এবং ২০১৯ সালে ‘মরজাওয়াঁ’-র মতো হিন্দি ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল। ২০১২ সালে ‘কাবাডি ওয়ান্স এগেন’ নামক একটি পঞ্জাবি ছবিতেও অভিনয় করেন তিনি।
ছয় ফুট দুই ইঞ্চির বরিন্দর পেশাদার বডিবিল্ডারও ছিলেন। দেহসৌষ্ঠবের জন্য ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ‘মিস্টার এশিয়া’ প্রতিযোগিতাতেও দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। গুরুদাসপুরের বাসিন্দা হলেও তিনি শেষ কিছুদিন জলন্ধরে থাকতেন। সেখানে তাঁর একটি জিমও ছিল। ‘ভারতের প্রথম নিরামিষাশী বডিবিল্ডার’ হিসাবে পরিচিত বরিন্দর ফিটনেস নিয়ে অত্যন্ত উৎসাহী ছিলেন। নিয়মিত ইনস্টাগ্রামে তাঁর শরীরচর্চার ভিডিও শেয়ার করতেন। এহেন নিয়মিত শরীরচর্চা করা মানুষের এমন আচমকা মৃত্যু অবাক করেছেন অনেককেই।
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যোগদানের ইচ্ছে ছিল তাঁর। ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিংহ বিট্টু বরিন্দরকে ‘পঞ্জাবের গর্ব’ বলে অভিহিত করেছেন। তাঁর কথায় অভিনেতার মৃত্যু ‘দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি’। বিজেপি নেতা এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে লেখেন, “পঞ্জাবের গর্ব, ‘দ্য হি-ম্যান অফ ইন্ডিয়া’ বরিন্দর সিংহ ঘুমনজির প্রয়াণ দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর কঠোর পরিশ্রম এবং নিরামিষ জীবনচর্যার মাধ্যমে ফিটনেসের জগতে নতুন দিগন্ত উন্মোচিত করেছিলেন। তাঁর জীবন তরুণ প্রজন্মের কাছে সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
আরও পড়ুন: পেশি ফোলাতে স্তনদুগ্ধ খাচ্ছেন বডিবিল্ডাররা, প্রাপ্তবয়স্কদের এই দুধ কতটা উপকারী? কী বলছে বিজ্ঞান?
কংগ্রেস সাংসদ তথা পঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিংহ রন্ধাওয়া পঞ্জাবের জন্য গৌরব বয়ে আনার কৃতিত্ব দেন বরিন্দরকে। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “পঞ্জাবের বিখ্যাত বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিংহ ঘুমন-এর আকস্মিক প্রয়াণের খবর হৃদয়বিদারক। তিনি তাঁর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং প্রতিভা পঞ্জাবকে গৌরবান্বিত করেছে। ওয়াহেগুরু যেন প্রয়াত আত্মাকে চিরশান্তি দেন এবং পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি জোগান।”
কংগ্রেস বিধায়ক পরগট সিংহ বলেন, “বিখ্যাত বডিবিল্ডার এবং অভিনেতা বরিন্দর সিংহ ঘুমনজি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন, এটা অত্যন্ত বেদনাদায়ক। তিনি একনিষ্ঠ নিরামিষাশী ছিলেন। শৃঙ্খলার সঙ্গে তাঁর শরীর গঠন করেছিলেন। ওয়াহেগুরু তাঁর বিদেহ আত্মাকে চিরশান্তি দিন এবং পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দিন।”
শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলও শোকপ্রকাশ করে বলেন, “আন্তর্জাতিক বডিবিল্ডার বরিন্দর ঘুমন-এর অকাল প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। বরিন্দর কঠোর পরিশ্রম করে জীবনে অনেক উচ্চতায় পৌঁছেছিলেন; তিনি আমাদের যুবসমাজের জন্য এক অনুপ্রেরণা ছিলেন।”
