নিজস্ব সংবাদদাতা: ২৩ ডিসেম্বর, সোমবার ৯০ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় চলচ্চিত্রের দিকপাল শ্যাম বেনেগাল। সংবাদমাধ্যমকে তাঁর পরিবার জানিয়েছে, মুম্বইয়ের এক হাসপাতালে এদিন ৬:৩০ নাগাদ পরিচালকের মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
আজকাল ডট ইন-এর তরফেই শ্যাম বেনেগালের প্রয়াণের খবর পান চঞ্চল। শ্যামের পরিচালনায় 'মুজিব' ছবিতে অভিনয় করেছিলেন 'কারাগার' ওয়েব সিরিজ খ্যাত এই অভিনেতা। আজকাল ডট ইন যখন 'হাওয়া'র নায়কের সঙ্গে যোগাযোগ করে, তখন গাড়ি চালাচ্ছিলেন তিনি। চঞ্চল জানান, তিনি যেহেতু সামাজিক মাধ্যম থেকে আপাতত অনেকটাই দূরে, তাই কিংবদন্তি ভারতীয় পরিচালকের মৃত্যুর খবর তিনি পাননি। জানান, এই খবরে শোকস্তব্ধ তিনি। অত্যন্ত ব্যাথিত। অভিনেতার মতে, ভারত তথা বিশ্বের সিনেমার মানচিত্রে শ্যাম বেনেগালের মতো প্রতিভা বিরল।চট করে পাওয়া যায় না। দীর্ঘ সময় অন্তর এমন প্রতিভাবান মানুষ আসেন। সুতরাং, শ্যামের চলে যাওয়া ছবির জগতের জন্য আক্ষরিক অর্থেই বড় ক্ষতি।
আজকাল ডট ইন-এর তরফে চঞ্চলকে প্রশ্ন করা হয় নব্বই পেরোনো শ্যামের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল তাঁর কাছে? শোনামাত্রই চঞ্চল জানান, ওই বয়সেও ছবি তৈরির সমস্ত খুঁটিনাটি বিষয়ে নজর থাকত শ্যামের। ছবির প্রতি শ্যামের এই যে একাগ্রতা, ভালবাসা তা দেখে মুগ্ধ না হয়ে পারেননি তিনি। বয়সের দোহাই দিয়ে কোনওদিন ছবির সেটে অনুপস্থিত থাকেননি শ্যাম। মনিটরে শুটিংয়ের প্রতিটি শট দেখতেন এবং সবকিছু নিখুঁত হচ্ছে কি না সেই বিষয়ে সতর্ক দৃষ্টি থাকত 'মন্থন' ছবিখ্যাত এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্দেশকের। সব মিলিয়ে, বয়স যে শিল্প তৈরির ক্ষেত্রে কোনও বাধা হতে পারে না, তা শ্যামকে দেখেই বুঝেছিলেন তিনি, অকপটভাবে জানিয়েছেন চঞ্চল চৌধুরী।
প্রসঙ্গত, ভারতকে অন্য চোখে দেখা, স্বাধীনতা পরবর্তী ভারতের নতুন করে গড়ে ওঠা, তার ওঠাপড়া, এবং প্রান্তীয় মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যেকার সম্পর্কের জটিলতা, সবই উঠে এসেছিল শ্যাম বেনেগালের বিভিন্ন ছবিতে।
