আজকাল ওয়েবডেস্ক: ‘বস’-এর মতই টেবিলের সামনে চেয়ারে বসে আছেন রাখি, সামনে শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আচমকাই রাখি তাঁকে বকা দেওয়ার ঢঙে বলে উঠলেন, “শোনে না, এই শিশির ভাদুড়ী শোনে না।” কিন্তু ‘বকা’ দিতেই হাসিতে ফেটে পড়লেন সকলে। এমনিই ঘটনা ঘটেছিল ‘আমার বস’-এর সেটে। সেই ঘটনাই প্রকাশ্যে এসেছে সাম্প্রতিক একটি রিলে।

ব্যাপারটা কী? আসলে ছবির অভিনেতা-পরিচালকরা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। তখনই পরিচালক শিবপ্রসাদের স্ক্রিপ্টের প্রতি মনোযোগ নিয়ে ঠাট্টা করেন রাখি। আর তাতেই অট্টহাসিতে ফেটে পড়েন সকলে। ঠাট্টা করেই রাখি জানান, শিবপ্রসাদ সবসময় বলেন “যেটা লেখা আছে ওর থেকে সরবে না।” তারপর নিজেদের কথা বলতে গিয়ে বলেন, “মাঝখানে আমরা চুনোপুটি। ঘুরে ঘুরে বেড়াই কোনও ট্রেনিং নেই, কিছু নেই।” কথা বলতে বলতেই ফের হেসে ওঠেন রাখি। নন্দিতা রায়ও যোগ দেন মজার ছলে। হাসি ধরে রাখতে পারেননি শিবপ্রসাদও।

প্রসঙ্গত, ৯ মে মুক্তি পাচ্ছে রাখি গুলজার অভিনীত ‘আমার বস’। এই ছবির মধ্য দিয়েই দীর্ঘ ২২ বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি। ছবিতে রাখি ছাড়াও অন্যান্য মুখ্যচরিত্রে অভিনয় করবেন শিবপ্রসাদ এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।