সদ্যই 'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকের শুরুর দিন এবং স্লট ঘোষণা করা হয়েছে। ব্লুজ প্রোডাকশন হাউজের নতুন মেগা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। দেখা যাবে, এই প্রোডাকশন হাউজের অন্যতম পুরনো এবং 'স্টার' ধারাবাহিক 'জগদ্ধাত্রী'র স্লটেই, অর্থাৎ সন্ধ্যা ৭টায়। সেই থেকেই জল্পনা শুরু হয় তবে কি 'জ্যাস সান্যাল'-এর সফর ফুরাচ্ছে? সেই জল্পনায় ঘৃতাহুতি দেয় অভিনেত্রী প্রিয়ান্তিকা মুখোপাধ্যায় ওরফে পর্দার 'কাঁকন'-এর পোস্ট। কিন্তু সত্যিই কি শেষ হচ্ছে 'জগদ্ধাত্রী'? কী জানালেন অঙ্কিতা মল্লিক?
জল্পনা ছড়াতেই আজকাল ডট ইন-এর তরফে 'জ্যাস সান্যাল' ওরফে অঙ্কিতা মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হয়। শুট চলাকালীন ফোন ধরে অভিনেত্রী জানান, "আমি শুটে আছি, এখনই বিস্তারিত বলতে পারব না। শটে না থাকলেও বলতে পারতাম না, কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না।" ফলে এই বিষয়ে এখনও ধোঁয়াশা থেকেই গেল।
এদিন ঠিক কী লিখেছিলেন প্রিয়ান্তিকা ওরফে 'কাঁকন'? ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে তিনি স্মৃতির পাতায় ডুব দেন। লেখেন, "বিদায় এবং ধন্যবাদ টিম জগদ্ধাত্রীকে। বিশেষ করে স্নেহাশিস স্যার এবং রূপসাদিকে। আমরা যেহেতু এই সুন্দর সফরের শেষে এসে পৌঁছেছি, আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় যত এগিয়েছে এটা কেবল একটা শো হিসেবে থেমে থাকেনি, বরং তার বেশি হয়ে উঠেছে। এটা আমার এবং অসংখ্য ভক্তদের কমফোর্ট জোন, অনুপ্রেরণা এবং আনন্দের উৎস হয়ে উঠেছে।" তিনি এদিন এও লেখেন, "ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় জানাচ্ছি, কিন্তু আমি তোমাদের (স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসা চক্রবর্তী) প্রশংসা করছি এই প্রজেক্টের জন্য তোমরা যেভাবে কঠোর পরিশ্রম করেছ তার জন্য। ধন্যবাদ সমস্ত স্মৃতি, হাসি, মজা এবং কান্নার জন্য। জগদ্ধাত্রী এবং ব্লুজ প্রোডাকশন টিমের সকলকে শুভেচ্ছা জানাই আগামী কাজের জন্য।'' তাঁর এই পোস্টে রূপসা চক্রবর্তী, 'স্বয়ম্ভু' সৌম্যদীপ মুখোপাধ্যায় রিঅ্যাক্ট করেছেন। তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'কাঁকন'-এর চরিত্রের সফর বেশ কিছু সময় আগেই ফুরিয়েছে।
'বেশ করেছি প্রেম করেছি' ধারাবাহিকে দেখা যাবে জেন জির প্রেমের গল্প। মুখ্য ভূমিকায় দেখা যাবে কৌশিকী পাল এবং রাজদীপ গোস্বামীকে। অন্যদিকে 'জগদ্ধাত্রী' ধারাবাহিক ২০২২ সাল থেকে চলছে। এক সময় টানা বেঙ্গল টপার হতো এই মেগা। তবে সম্প্রতি সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে 'জ্যাস' এবং 'স্বয়ম্ভু'র গল্প।
