প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক 'জগদ্ধাত্রী' কি অবশেষে শেষের পথে? সময় বদলিয়েও কি শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না? 'তারে ধরি ধরি মনে করি' আসার কারণে কি থামছে 'জ্যাস সান্যাল'-এর সফর? রবিবার, ৭ ডিসেম্বর পল্লীব শর্মার নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসতেই, উক্ত প্রশ্নগুলো দর্শকদের মনে উঁকি দেয়। সেই বিষয়েই খোঁজ নিতে অঙ্কিতা মল্লিকের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। কী জানালেন অভিনেত্রী?
'জগদ্ধাত্রী' কি শেষ হচ্ছে? এই প্রশ্নের জবাবে অঙ্কিতা বলেন, "আপনারা যেটা জানেন, আমিও সেটাই জানি। স্লট বদল হওয়ার পর যখন প্রোমোটা দেখলাম, তার মানে শেষই হচ্ছে।" তবে তিনি এও এদিন স্পষ্ট করে দেন, কোনও আনুষ্ঠানিক ঘোষণা এখনও করা হয়নি। অভিনেত্রীর কথায়, "না, সেরকম কোনও কিছু জানানো হয়নি। তবে এটাই নিশ্চই হতে চলেছে।"
যদি সত্যিই শেষ হয় এই মেগা, এতদিন ধরে যে চরিত্রকে লালন করলেন, একাত্ম হয়ে উঠলেন তাকে ছেড়ে আসার অনুভূতি কেমন, তা ব্যাখ্যা করে অঙ্কিতা বলেন, "আমাদের ধারাবাহিকটা অনেক ভালবাসা পেয়েছে দর্শকদের থেকে। সত্যিই জানি না, কী বলব বা কী বলা উচিত। তবে এটুকুই বলব, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব জগদ্ধাত্রীর কাছে। অনেক, অনেক, অনেক কিছু আমি পেয়েছি এই ধারাবাহিক থেকে। দাদা, মানে স্নেহাশিস দা, জি বাংলার কাছে অনেক কিছু পেয়েছি। ভবিষ্যতে আমার কেরিয়ারে যাই হবে, আমার মনে হয় জগদ্ধাত্রীর অনেক অবদান তাতে থাকবে।"
প্রসঙ্গত, আগামী ৮ ডিসেম্বর থেকে আসছে 'বেশ করেছি প্রেম করেছি'। সেই ধারাবাহিক আগামী সোমবার থেকে সন্ধে ৭ টার স্লটে দেখা যাবে। সেই সময় একবার রটে যায় 'জগদ্ধাত্রী' শেষ হওয়ার জল্পনা। যদিও অঙ্কিতা জানান তাঁদের কাছে এমন কোনও খবর নেই। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষের তরফে ঘোষণা করা হয়, ৮ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটার স্লটে দেখা যাবে 'জ্যাস সান্যাল'-এর গল্প। আর 'জগদ্ধাত্রী'র বদলে শেষ হচ্ছে 'ফুলকি'। তবে এদিন নতুন সময়ে অঙ্কিতা, সৌম্যদীপের ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার আগে প্রকাশ্যে এল 'তারে ধরি ধরি মনে করি' ধারাবাহিকের স্লট। আগামী ১৫ ডিসেম্বর থেকে সন্ধে সাড়ে সাতটায় আসছে এই মেগা। 'নিম ফুলের মধু' ধারাবাহিকের পর এই নতুন মেগা নিয়ে ফিরছেন পল্লবী শর্মা। তাঁর বিপরীতে রয়েছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। প্রেম এবং ভক্তির মিশেল ফুটে উঠবে এই ধারাবাহিকের গল্পে। ফলে সময় বদলেও শেষ রক্ষা হল না, বলেই মনে করা হচ্ছে।
