সংবাদ সংস্থা মুম্বই: অভিনেত্রী এলি আব্রামকে নিয়ে সোশ্যাল মিডিয়া আপাতত সরগরম! এলি ও জনপ্রিয় ইউটিউবার আশীষ চঞ্চলানি-র একটি আদুরে ছবি এখন রীতিমতো ভাইরাল। আশীষের কোলে উঠে প্রাণখোলা হাসি হাসছেন এলি, পেছনে শান্ত জলধারার ওপরে একটি ভিক্টোরিয়ান ব্রিজ... সঙ্গে ক্যাপশন: “অবশেষে”—এতেই জল্পনার আগুনে ঘি পড়েছে। অনুরাগীদের ধারণা, এটাই দু'জনের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা!
কিন্তু এই প্রেমের গল্পের মোড় ঘুরছে বারবারই—কারণ এলিকে নিয়ে আগে থেকেই একটা বড় গুজব চালু ছিল ‘সলমন খানের ঘনিষ্ঠ বান্ধবী!’ ২০১৩ সালে ‘বিগ বস সিজন ৭’-এ অংশগ্রহণ করেই ভারতীয় দর্শকের নজর কেড়েছিলেন সুইডিশ-গ্রিক সুন্দরী এলি আব্রাম। আর সেই শো-র হোস্ট ছিলেন—সলমন খান। ক্যামেরার সামনেই বারবার ধরা পড়েছিল তাঁদের রসায়ন। শো শেষ হওয়ার পরও এলিকে একাধিকবার সলমনের পারিবারিক অনুষ্ঠান ও পার্টিতে দেখা গিয়েছিল। গুজব ছড়ায়—সলমনের সঙ্গে সম্পর্কই নাকি তাঁর বলিউড কেরিয়ারের টিকিট!

এইসব কানাঘুষো প্রসঙ্গে এলির জবাব ছিল ঠান্ডা মাথায়, কিন্তু স্পষ্ট – “আমি এসব নিয়ে মাথা ঘামাই না। ওসব রটনায় আমার হাসি পায়। আমি কোনওদিনও এইসব গুজবে প্রতিক্রিয়া দিই না, কারণ জানি, তাতে শুধু আরও বেশি রঙিন জল্পনা ছড়াবে।” এমনকী, সলমনের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কাজ পাওয়ার জল্পনাও তিনি কড়া ভাষায় উড়িয়ে দেন – “এটা একটা জঘন্য মিথ্যে কথা। আমার একমাত্র গডফাদার আমার বাবা। আমার বাবা-মা ছাড়া আর কেউ আমাকে কোনও কাজ পাইয়ে দেয়নি। আমার সাফল্যের পুরো কৃতিত্ব ওঁদেরই প্রাপ্য।" তবে সলমন সম্পর্কে তাঁর একটা কৃতজ্ঞতা ছিল সবসময় -"শো-তে উনি আমার প্রচুর খেয়াল রেখেছেন, তারপরেও ওঁর মনোযোগ পেয়েছি। এমনও হয়েছে, আমি কোনও সিদ্ধান্তে আটকে গিয়েছি—তখন ওঁর কাছেই পরামর্শ চাইতে গেছি।”

এখন আশীষ কি এলির জীবনের নতুন অধ্যায়? গত জানুয়ারি মাসে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখে সন্দেহ তৈরি হয়েছিল। তখন অনেকেই ভেবেছিলেন—নতুন কোনও প্রজেক্ট, নাকি শুধু বন্ধুত্ব? কিন্তু এই নতুন “অবশেষে” পোস্ট দেখে ভক্তরা একপ্রকার নিশ্চিত—এই বন্ধুত্বে প্রেমের ছোঁয়া লেগেছে! তবে এখনও পর্যন্ত এল্লি কিংবা আশীষ, কেউই আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।
প্রসঙ্গত, সিকান্দর’-এর পর এবার ভারত-চীন যুদ্ধের বীরত্বগাথা নিয়ে ফিরছেন সলমন খান। ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায়। আর এই ছবির নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং। পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত এই যুদ্ধনাট্যে চিত্রাঙ্গদা সিং-কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। সলমন খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে চলেছেন তিনি।

খবরে সিলমোহর দিয়ে এক আবেগঘন বিবৃতিতে চিত্রাঙ্গদা বলেন, “আমি এখনও মনে করতে পারি, সলমন বলেছিলেন ‘আবার তো সুযোগ আসবেই।’ এত বছর পর সেই কথাই সত্যি করলেন উনি। ‘একবার আমি কমিটমেন্ট করে ফেলি, তাহলে আমি নিজেকেও থামাতে পারি না’—সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন।” প্রসঙ্গত, এর আগে মহেশ মঞ্জরেকরের পরিচালনায় একটি মারাঠি ছবির রিমেকে সলমন-চিত্রাঙ্গদা জুটি বাঁধার কথা থাকলেও সেই প্রজেক্ট আর বাস্তবায়িত হয়নি।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে এ ছবির টিজার পোস্টার, যেখানে রক্তমাখা মুখে সলমন খান-কে দেখা গিয়েছে এক সেনা অফিসারের বেশে। ছবির মোশন পোস্টারে সলমন খানকে দেখা যাচ্ছে গালে রক্তের দাগ, ঠোঁট চেপে ধরা কঠিন সংযমে আর চোখে অগ্নিগর্ভ দেশপ্রেম। কোনও বন্দুক নয়, গুলি নয়, এই ছবি তুলে ধরবে ভারতের ইতিহাসে এক ভয়ঙ্কর যুদ্ধ, যেখানে একটিও গুলি না ছুঁড়েই শহিদ হয়েছিলেন ২০ জন ভারতীয় সেনা। এই যুদ্ধ হয়েছিল ১৫,০০০ ফুটেরও বেশি উচ্চতায়, শ্বাসরুদ্ধকর ঠান্ডায়, অথচ প্রত্যয় ছিল অটুট। সেই ইতিহাসকে এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন সলমন।
