নিজস্ব সংবাদদাতা: শুটিং শুরু হতেই ধারাবাহিকের উপর কড়া নির্দেশিকা জারি করল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়," পরিচালক ফ্লোরে বা লোকেশনে না থাকলে অন্য কেউ শুটিং চালাতে পারবেন না। এর উদ্দেশ্য এটা দেখা, যাতে পরিচালকের ভাবনা ও সৃজন থেকে কাজটি বঞ্চিত না হয়। কোনও জরুরী অবস্থায় পরিচালক নিজে প্রযোজককে জানিয়ে তবেই ফ্লোর ছাড়বেন। প্রয়োজন হলে কোনও ডিএইআই সদস্য পরিচালককে ওঁর পরিবর্তে ডেকে নেবেন অবশ্যই প্রযোজকের সঙ্গে কথা বলে। কোনও অন্য গিল্ড এর সদস্য যেন ফ্লোরে নির্দেশনা না করেন। জরুরি অবস্থার ক্ষেত্রে ডিএইআই-কে জানালে ভাল হয়। যদি এইরকম সমস্যা নিয়মিত হয়, তাহলে পরিচালকরা যেন প্রযোজকদের সঙ্গে কথা বলে ফ্লোর নির্দেশনার জন্য কাউকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেন যিনি অবশ্যই ডিএইআই-এর সদস্য।"
ডিএইআই-এর তরফে জানানো হয় সুষ্ঠু ভাবে শুটিং চালানোর জন্য এই বিজ্ঞপ্তি। আসলে শুটিং ফ্লোরে পরিচালক না থাকাকালীন সহ পরিচালক বা এপিসোড প্রোডিউসারদের দিয়ে অনেকসময় শুটিং পরিচালনা করানো হয়। এর ফলে ধারাবাহিকের পর্বগুলোর মিল খুঁজে পান না দর্শক। এমনকী অসুবিধায় পড়েন কলাকুশলীরাও। দু'দিন শুটিং বন্ধ থাকার পর আবারও জোরকদমে শুটিং শুরুর পরেই ধারাবাহিকের উপর তাই কড়া নির্দেশিকা জারি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের।
বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়," পরিচালক ফ্লোরে বা লোকেশনে না থাকলে অন্য কেউ শুটিং চালাতে পারবেন না। এর উদ্দেশ্য এটা দেখা, যাতে পরিচালকের ভাবনা ও সৃজন থেকে কাজটি বঞ্চিত না হয়। কোনও জরুরী অবস্থায় পরিচালক নিজে প্রযোজককে জানিয়ে তবেই ফ্লোর ছাড়বেন। প্রয়োজন হলে কোনও ডিএইআই সদস্য পরিচালককে ওঁর পরিবর্তে ডেকে নেবেন অবশ্যই প্রযোজকের সঙ্গে কথা বলে। কোনও অন্য গিল্ড এর সদস্য যেন ফ্লোরে নির্দেশনা না করেন। জরুরি অবস্থার ক্ষেত্রে ডিএইআই-কে জানালে ভাল হয়। যদি এইরকম সমস্যা নিয়মিত হয়, তাহলে পরিচালকরা যেন প্রযোজকদের সঙ্গে কথা বলে ফ্লোর নির্দেশনার জন্য কাউকে দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করেন যিনি অবশ্যই ডিএইআই-এর সদস্য।"
ডিএইআই-এর তরফে জানানো হয় সুষ্ঠু ভাবে শুটিং চালানোর জন্য এই বিজ্ঞপ্তি। আসলে শুটিং ফ্লোরে পরিচালক না থাকাকালীন সহ পরিচালক বা এপিসোড প্রোডিউসারদের দিয়ে অনেকসময় শুটিং পরিচালনা করানো হয়। এর ফলে ধারাবাহিকের পর্বগুলোর মিল খুঁজে পান না দর্শক। এমনকী অসুবিধায় পড়েন কলাকুশলীরাও। দু'দিন শুটিং বন্ধ থাকার পর আবারও জোরকদমে শুটিং শুরুর পরেই ধারাবাহিকের উপর তাই কড়া নির্দেশিকা জারি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের।
