শুভ্রজিৎ মিত্রের আসন্ন ছবি ‘দেবী চৌধুরানী’তে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর কণ্ঠে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। গায়িকা এবং নায়িকার সঙ্গে একটি ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘হাসি রাশি রাশি’।

ছবিতে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে দু’জনের ঝুলিতে ইতিমধ্যেই এসেছে জাতীয় পুরস্কার  ২০১৬ সালে ‘প্রাক্তন’ ছবিতে তুমি যাকে ভালবাসো গেয়ে এই সম্মান পান ইমন। অন্য দিকে ২০২১ সালে ‘অভিযাত্রিক’ তৈরি করে এই পুরস্কার জিতে নেন শুভ্রজিৎ। দেবী চৌধুরানীর হাত ধরে তবে কি এবার শ্রাবন্তীর পালা? আজকাল ডট ইন-কে শুভ্রজিৎ বলেন, “শ্রাবন্তী জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না। ও এই ছবিতে যা অভিনয় করেছে, তা পুরস্কার পাওয়ার যোগ্য।”

শিশুশিল্পী হিসাবে ‘মায়ার বাঁধন’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করেন শ্রাবন্তী। ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’-এ জিতের নায়িকার ভূমিকায় নজর কাড়েন। তারপর আর পিছনে ফিরে তাকাননি। বক্স অফিসে একের পর এক হিট দিয়ে প্রথম সারির নায়িকাদের তালিকায় শামিল করেন নিজের নাম। বাণিজ্যিকের পাশাপাশি বিষয়ভিত্তিক ছবিতেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন নায়িকা। কিন্তু ‘দেবী চৌধুরানী’তে তিনি যা করেছেন, দর্শক আগে তা চাক্ষুষ করেনি বলেই মনে করেন শুভ্রজিৎ। তাঁর কথায়, “শ্রাবন্তী কতটা ভাল অভিনয় করে, তা এতদিনে আমরা সকলেই দেখেছি। সব ধরনের ছবিতেই ও খুব সাবলীল। কিন্তু দেবী চৌধুরানীর জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে।”

বড় ক্যানভাসে ছবি করেছেন শুভ্রজিৎ। ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। পরিচালক নিজেও কি আরও একটি জাতীয় পুরস্কার জয়ের অপেক্ষায়? তাঁর সোজাসাপ্টা উত্তর, “আরেকটা পুরস্কার পেলে ভালই লাগবে। তবে এই বছর দুই সুমনদার (ঘোষ এবং মুখোপাধ্যায়) ছবি মুক্তি পেয়েছে। ‘পুরাতন’ এবং  ‘পুতুলনাচের ইতিকথা’, দুই-ই প্রশংসিত। আবার সৃজিত (মুখোপাধ্যায়), কৌশিকদার (গঙ্গোপাধ্যায়) ছবিও দৌড় আছে। সুতরাং বেশ ভালই প্রতিযোগিতা হবে।”

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Subhrajit Mitra (@subhrajitmitra)