নিজস্ব সংবাদদাতা: এক নারী হাতে তরোবারি। ঘোষণা হওয়ার পর থেকেই জোর চর্চা চলছে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী'র। ছবিতে নামভূমিকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবং 'ভবানী পাঠক'-এর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

 


শ্রাবন্তী-প্রসেনজিৎ ছাড়াও এই সিনেমার রয়েছেন বিবৃতি চট্টোপাধ্যায়, দর্শনা বণিক, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, অ্যালেক্স ও’নিল। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে ছবির শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র। চলতি ১মে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে পিছিয়েছে ছবি মুক্তির সময়। 

 

২০২৩-এ শুটিং শুরু হয় 'দেবী চৌধুরানী'র। অবশেষে দু'বছর পর শেষ হল ছবির কাজ।‌ পোস্ট প্রোডাকশনের কাজ মিটিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র সমাজমাধ্যমে ছবি সংক্রান্ত বেশকিছু ঘোষণা করেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, "প্রায় দু'বছর পর শেষ হল 'দেবী চৌধুরানী'র কাজ। পুরো ছবিটা ক্যামেরার পিছনের সকল সদস্যদের নিয়ে দেখলাম। বাংলা সাহিত্যের উপর তৈরি এই ছবি দর্শকের মনে ছাপ ফেলবে বলে আশা করছি। খুব তাড়াতাড়ি ছবি মুক্তির দিন ঘোষণা করব।" 

 


শুভ্রজিৎ-এর সঙ্গে এদিন ভিডিওতে ছিলেন ছবির সহ-প্রযোজক সৌম্যজিৎ মজুমদার। তাঁর কথায়, "এখনকার বাংলা ছবির ধাঁচ বদলে দেবে এই ছবি। অসাধারণ ভিএফএক্স, আবহসঙ্গীত আর দমদার অ্যাকশনে জমে যাবে। আশা করি, বড়পর্দায় এই ছবি দেখার মজা হাতছাড়া করবেন না দর্শক।"