নিজস্ব সংবাদদাতা: টলিউডে পরিচালনায় পরিচিতি পেয়েছেন পাভেল। 'অসুর', 'রসগোল্লা', 'কলকাতা চলন্তিকা'র মতো ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। পরিচালনায় নতুন গল্প ফুটিয়ে তোলার চেষ্টায় সর্বদা ব্রতী পরিচালক। 

 

পারিবারিক গল্প থেকে শুরু করে বাস্তবতার ছোঁয়া থাকে পরিচালকের ছবিতে। টলিপাড়ার অন্দরের খবর এবার সিরিজ পরিচালনায় হাত পাকাতে চলেছেন পাভেল। জানা যাচ্ছে, রাস্কিন বন্ডের একটি ছোটগল্পের স্বত্ব কিনেছেন পাভেল। সেই গল্পের উপরে ভিত্তি করেই তিনি তৈরি করতে চলেছেন হিন্দি ওয়েব সিরিজ। বলিউডের প্রথম সারির এক ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে পাভেল পরিচালিত সিরিজটি। 

 

সূত্রের খবর, এই সিরিজে জুড়ে থাকবে বলি অভিনেতাদের আধিক্য। তবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বাংলার নামজাদা এক অভিনেতাকে। কিন্তু সবটাই আড়ালে রেখেছেন নির্মাতারা। এই বিষয়ে পাভেলের সঙ্গে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে যোগাযোগ করে হলেও মুখে কুলুপ এঁটেছেন তিনি। 

 

সাধারণত, রাস্কিন বন্ডের গল্পে রঙিন হয় স্বপ্ন। গল্পের বাঁধনে অটুট থাকে মনের অভিব্যক্তি। পাভেল পরিচালিত এই হিন্দি সিরিজে কতটা সেই আঁচ থাকে এখন সেটাই দেখার।