আজকাল ওয়েব ডেস্ক: মাসের পর মাস ধরে চলা জল্পনা-উত্তেজনার অবসান! শেষমেশ ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’র চিত্রনাট্য লিখে ফেললেন পরিচালক ম্যাট রিভস।তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক সাদাকালো ছবি পোস্ট করে এই খবর নিজেই ভাগ করে নিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটম্যানের আইকনিক ব্যাট-ইনসিগনিয়া আঁকা চিত্রনাট্যের কপির প্রচ্ছদ—যেখানে স্পষ্ট পড়া যাচ্ছে নাম —‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’।পেছনের টেবিলে বসে রয়েছেন দুই চিত্রনাট্যকার—ম্যাট রিভস ও ম্যাটসন টমলিন। ক্যাপশনে রিভস লিখেছেন: “সব দুষ্টুমির সঙ্গী (দুই লড়াকু)”।

 

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Matt Reeves (@mattreevesla)