আজকাল ওয়েব ডেস্ক: মাসের পর মাস ধরে চলা জল্পনা-উত্তেজনার অবসান! শেষমেশ ‘দ্য ব্যাটম্যান: পার্ট টু’র চিত্রনাট্য লিখে ফেললেন পরিচালক ম্যাট রিভস।তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক সাদাকালো ছবি পোস্ট করে এই খবর নিজেই ভাগ করে নিলেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ব্যাটম্যানের আইকনিক ব্যাট-ইনসিগনিয়া আঁকা চিত্রনাট্যের কপির প্রচ্ছদ—যেখানে স্পষ্ট পড়া যাচ্ছে নাম —‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’।পেছনের টেবিলে বসে রয়েছেন দুই চিত্রনাট্যকার—ম্যাট রিভস ও ম্যাটসন টমলিন। ক্যাপশনে রিভস লিখেছেন: “সব দুষ্টুমির সঙ্গী (দুই লড়াকু)”।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Matt Reeves (@mattreevesla)
এখানেই থামেননি গান। আরও যোগ করেন—“ম্যাট রিভস কারও কিছু ঋণী নয়। সে নিজের কাজ তখনই আমাদের দেবে, যখন সে নিজের লেখা চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট হবে।” এবার এখন যখন একদিকে যখন এই ছবির চিত্রনাট্য লেখা শেষ, অন্যদিকে অভিনেতা রবার্ট প্যাটিনসন রসিকতার সুরে বলেছিলেন— “যুবক ব্যাটম্যান হয়ে শুরু করেছিলাম, এখন হয়তো বৃদ্ধ ব্যাটম্যান হয়েই ফিরব বড়পর্দায়!”
এতদিনে ‘দ্য ব্যাটম্যান ২’-এর চিত্রনাট্য পাকাপাকিভাবে তৈরি। এবার দেখার পালা, ব্যাটম্যান আবার কবে স্ক্রিনে ফিরবেন নিজের আঁধারের জগতে...