স্টেজ ২ লিভার ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন মুম্বইয়ের ছোটপর্দার অভিনেত্রী দীপিকা কক্কর। মাস দুয়েক আগে হয় সার্জারি। অসুস্থতা এবং তার চিকিৎসার কারণে নানা সমস্যার সম্মুখীন তিনি। ব্যহত দৈনন্দিন যাপন। সে কথাই জানালেন পর্দার ‘সিমর’।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নিজস্বী পোস্ট করেন দীপিকা। হাতের উপর মাথা রেখে ক্যামেরার দিকে তাকিয়ে অভিনেত্রী। মুখে নেই সেই চেনা হাসি। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, ‘এমন কিছু দিন যায় যখন সুস্থ হতে গিয়ে আরও অসুস্থ মনে হয়, খুব সহজ জিনিসও কঠিন মনে হয়।’
দীপিকা গত কয়েক মাস ধরে তার স্বাস্থ্যের আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। চলতি বছরের মে মাসে তাঁর লিভার ক্যানসার ধরা পড়ে। সেই সময় তিনি ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন। বলেছিলেন যে, পেটের ব্যথার জন্য হাসপাতালে যাওয়া কী বাবে জীবন বদলে দেওয়ার মতো একটি রোগ ধরিয়ে দিল।
দীপিকা আরও লিখেছিলেন, ‘আপনারা সকলেই জানেন, গত কয়েক সপ্তাহ আমাদের জন্য বেশ কঠিন ছিল... পেটের উপরের অংশে ব্যথার জন্য হাসপাতালে যেতে হচ্ছে... এবং তারপর জানতে পারছি যে এটি লিভারে টেনিস বলের আকারের টিউমার, যেটি দ্বিতীয় পর্যায়ের ম্যালিগন্যান্ট ক্যানসারে পরিণত হয়েছে... এটি আমাদের দেখা সবচেয়ে কঠিন সময়গুলির মধ্যে একটি!’
আরও পড়ুন: ‘ধূমকেতু’তেই শেষ নয় সম্পর্ক! দেবের জন্য বিশেষ বার্তা শুভশ্রীর, ‘বন্ধু’কে কী উত্তর দিলেন নায়ক
জুলাই মাসে ১৪ ঘণ্টার একটি সার্জারি হয় দীপিকার। আপাতত তিনি সেরে উঠছেন। দীপিকার স্বামী শোয়েব ইব্রাহিম তাঁদের ভ্লগে নিয়মিত অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা উল্লেখ করেন। তিনি জানান, এই রোগে আক্রান্ত হওয়ার পর দীপিকার রোজের রুটিনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। অভিনেত্রী এখন কোনওভাবেই যোগাসন কিংবা শরীরচর্চা আপাতত করতে পারবেন না। তেল ও ফ্যাটযুক্ত খাবার খেতে পারবেন না। এমনকী ছেলেকে দুগ্ধপান করানো থেকেও বিরত থাকতে হবে অভিনেত্রীকে।
তাহলে অভিনয় থেকে এখন আরও কিছুদিন দূরে থাকবে তিনি? কবে আবার তাঁকে পর্দায় দেখবেন দর্শক? এক সাক্ষাৎকারে দীপিকা নিজেই এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, "আমি চাই কাজে ফিরতে। এমনকী চিকিৎসককেও জিজ্ঞেসা করেছিলাম যে কবে আবার অভিনয়ে ফিরতে পারব। কিন্তু এখনও কোনও সদুত্তর পাইনি। যখনই চিকিৎসকদের থেকে অনুমতি পাবে তখনই ফিরব। কারণ, অভিনয় আমার বেঁচে থাকার রসদ।"

ছোট পর্দায় ‘সসুরাল সিমর কা’ ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করেন দীপিকা। হাতেখড়িতেই পান তুমুল সাফল্য। এরপর ‘ঝলক দিখলা জা’, ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর মতো রিয়্যালিটি শো-তেও দেখা যায় তাঁকে। ২০২১ সালে অভিনয় করেন ‘সসুরাল সিমর কা ২’-এ।
২০১৮ সালে ভালবেসে শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন দীপিকা। তাঁদের একটি পুত্রসন্তানও হয়। নিজেদের জীবনের খুঁটিনাটি দৈনন্দিন ভ্লগের মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নেন তারকা-দম্পতি।
