সংবাদসংস্থা মুম্বই: মধ্য ষাটেও পর্দায় সানি দেওলের 'অ্যাকশন অবতার'-এ মজে বলিপ্রেমী দর্শকেরা। আট ও নয়ের দশকে অ্যাকশনের পাশাপাশি একাধিক ছবিতে সানির অভিনেতার তারিফ শোনা যেত সমালোচক মহলে। অ্যাকশনে জবরদস্ত হলেও নাচে একেবারেই পারদর্শী নন 'ঢাই কিলো কা হাত'-এর মালিক।
সমাজমাধ্যমে প্রায়শই মিম হিসাবে ব্যবহৃত হয় আট ও নয়ের দশকে মুক্তি পাওয়া বিভিন্ন ছবিতে সানি দেওলের অদ্ভুত ভঙ্গিমার সব নাচ। সেই সানি দেওল এবার দাবি করলেন তিনি ভিকি কৌশলের বহু আগেই 'তওবা তওবা' নাচ নেচে ফেলেছেন পর্দায়! শুধু তাই নয়, নিজের দাবিকে আরও পাকাপোক্ত করতে সেই নাচের ভিডিও পোস্টও করেছেন সানি।
খুলেই বলা যাক গোটা বিষয়টি। সমাজ মাধ্যমে এক মেডিকেল সানি দেওয়ালের বহু পুরনো এক নাচের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি আসলে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'অজয়' ছবির ' ছম্মক ছল্লো' গানের একটি অংশ। সেই ছবিতে সানির বিপরীতে ছিলেন করিশ্মা কাপুর। যাই হোক, সেই নাচের সঙ্গে বেশ সাদৃশ্য রয়েছে বর্তমানে জনপ্রিয় হওয়া 'তওবা তওবা' গানে ভিকি কৌশলের নাচের। সেই ভিডিওর সঙ্গে আবার জোড়া হয়েছে 'তওবা তওবা' গানের সুর। পাশাপাশি মজা করে লেখা হয়ছে, "এই ধরনের নাচ সবার আগে সানি দেওলই নেচেছিলেন!" পোস্টটা চোখে পড়া মাত্রই সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করেছেন সানি। অবশ্য তিনি যে গোটা বিষয়টি মজা করেই করেছেন, তা বলাই বাহুল্য। সানির করা এই পোস্ট দেখামাত্রই শেয়ার করেছেন করণ জোহর। সঙ্গে সানির বক্তব্যকে সমর্থনও জানিয়েছেন।
অন্যদিকে, ভিকি কৌশলের অভিনয় ক্ষমতা নিয়ে দর্শক থেকে সমালোচক, কারও মনেই কোনও সন্দেহ নেই। পাশাপাশি তিনি যে দিব্যি নাচেন তা পর্দায় কিংবা তার বাইরে সুযোগ পেলেই প্রমাণ করেছেন। নতুন ছবি 'ব্যাড নিউজ'-এর 'তওবা তওবা' গানের সুরে ভিকির নাচ দেখে তাক লেগে গিয়েছে দর্শকের। সেই গানের সুরের মতোই ভিকির নাচের কথা মুখে মুখে ফিরছে দর্শকের।
সমাজমাধ্যমে প্রায়শই মিম হিসাবে ব্যবহৃত হয় আট ও নয়ের দশকে মুক্তি পাওয়া বিভিন্ন ছবিতে সানি দেওলের অদ্ভুত ভঙ্গিমার সব নাচ। সেই সানি দেওল এবার দাবি করলেন তিনি ভিকি কৌশলের বহু আগেই 'তওবা তওবা' নাচ নেচে ফেলেছেন পর্দায়! শুধু তাই নয়, নিজের দাবিকে আরও পাকাপোক্ত করতে সেই নাচের ভিডিও পোস্টও করেছেন সানি।
খুলেই বলা যাক গোটা বিষয়টি। সমাজ মাধ্যমে এক মেডিকেল সানি দেওয়ালের বহু পুরনো এক নাচের ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি আসলে ১৯৯৬ সালে মুক্তি পাওয়া 'অজয়' ছবির ' ছম্মক ছল্লো' গানের একটি অংশ। সেই ছবিতে সানির বিপরীতে ছিলেন করিশ্মা কাপুর। যাই হোক, সেই নাচের সঙ্গে বেশ সাদৃশ্য রয়েছে বর্তমানে জনপ্রিয় হওয়া 'তওবা তওবা' গানে ভিকি কৌশলের নাচের। সেই ভিডিওর সঙ্গে আবার জোড়া হয়েছে 'তওবা তওবা' গানের সুর। পাশাপাশি মজা করে লেখা হয়ছে, "এই ধরনের নাচ সবার আগে সানি দেওলই নেচেছিলেন!" পোস্টটা চোখে পড়া মাত্রই সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে তা শেয়ার করেছেন সানি। অবশ্য তিনি যে গোটা বিষয়টি মজা করেই করেছেন, তা বলাই বাহুল্য। সানির করা এই পোস্ট দেখামাত্রই শেয়ার করেছেন করণ জোহর। সঙ্গে সানির বক্তব্যকে সমর্থনও জানিয়েছেন।
অন্যদিকে, ভিকি কৌশলের অভিনয় ক্ষমতা নিয়ে দর্শক থেকে সমালোচক, কারও মনেই কোনও সন্দেহ নেই। পাশাপাশি তিনি যে দিব্যি নাচেন তা পর্দায় কিংবা তার বাইরে সুযোগ পেলেই প্রমাণ করেছেন। নতুন ছবি 'ব্যাড নিউজ'-এর 'তওবা তওবা' গানের সুরে ভিকির নাচ দেখে তাক লেগে গিয়েছে দর্শকের। সেই গানের সুরের মতোই ভিকির নাচের কথা মুখে মুখে ফিরছে দর্শকের।
