ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার!— এই শিরোপা সম্প্রতি জুটেছে কমেডিয়ান ও কনটেন্ট ক্রিয়েটর তন্ময় ভাট–এর মাথায়। টেক ইনফরমার–এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, তন্ময়ের মোট সম্পত্তি প্রায় ৬৬৫ কোটি টাকা!
রিপোর্টটি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়ে দাবানলের মত। নেটিজেনরা অবাক, ভক্তরা চমকে— “তন্ময় এত ধনী!”— কিন্তু যার কথা, তিনি নিজেই বিশ্বাস করলেন না এই খবর। নিজের পরিচিত ক্ষ্যাপাটে রসিকতায় এক্স (সাবেক টুইটার)-এ তন্ময় লেখেন — “ আরে ভাই, এত টাকা থাকলে ইউটিউব মেম্বারশিপ বেচতে হতো না ভাই!”
রিপোর্ট অনুযায়ী, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টেকনিক্যাল গুরুজি (গৌরব চৌধুরি), যাঁর সম্পত্তির পরিমাণ বলা হয়েছে ৩৫৬ কোটি টাকা— তন্ময়ের প্রায় অর্ধেক।
তালিকায় আরও নাম রয়েছে ভারতের শীর্ষ ইউটিউবারদের—
ভুবন বাম (বিবি কি ভাইনস) – ১২২ কোটি টাকা
অমিত ভাদানা – ৮০ কোটি টাকা
ট্রিগার্ড ইনসান – ৬৫ কোটি টাকা
ধ্রুব রাঠি – ৬০ কোটি টাকা
রণবীর এলাহাবাদিয়া (বিয়ার বাইসেপস) – ৫৮ কোটি টাকা
সৌরভ যোশী – ৫০ কোটি টাকা
এআইবি থেকে ইউটিউব তারকা— তন্ময় ভাটের হাসির সাম্রাজ্য গড়ার দিকে একবার চোখ ফেরানো যাক।
২০১২ সালে গুরসিমরন খাম্বা, রোহন জোশী ও অশীষ শাক্যার সঙ্গে মিলে ‘এআইবি’ (AIB) গড়ে তোলেন তন্ময়। সেই সময় ভারতের ডিজিটাল কমেডি দুনিয়ায় ছিল এক বিপ্লব!‘এআইবি নকআউট’— যেখানে রণবীর সিং ও অর্জুন কাপুরকে নিয়ে হয়েছিল সেই ভাইরাল রোস্ট— সেটিই বদলে দেয় ভারতীয় ইউটিউবের ইতিহাস।
যদিও পরবর্তী বিতর্কে ‘এআইবি’ ভেঙে যায়, কিন্তু তন্ময় সেখানে থামেননি। ২০১৯ সালে তিনি শুরু করেন নিজের ইউটিউব চ্যানেল, যেখানে হাস্যরস, গেমিং, রিঅ্যাকশন ভিডিও আর স্কেচে মিশে যায় এক অদ্ভুত আত্মবিশ্বাসী সহজতা ভরা সব কন্টেন্ট। আজ তাঁর মূল চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৫.২ মিলিয়নেরও বেশি, আর তাঁর ভিডিওর স্টাইল— “নির্ভেজাল, খোলামেলা রসবোধ”— তাঁকে বানিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী ডিজিটাল তারকা।
তন্ময় এখন শুধু ইউটিউবার নন, একপ্রকার ডিজিটাল ব্র্যান্ড। ভ্লগ, স্ট্যান্ড-আপ, পডকাস্ট, গেমিং— সবখানেই সমান সাবলীল। কিন্তু নিজের স্বভাবসিদ্ধ রসিকতা ভুলে যাননি— ৬৬৫ কোটি টাকা হোক বা ৬৬৫ ভিউ, তন্ময়ের হাসির দুনিয়া সবসময়ই অমূল্য!
