সংবাদসংস্থা মুম্বই: কিরণ রাও-এর পরিচালনায় 'লাপাতা লেডিজ' দর্শক মনে জায়গা করে নিয়েছে। ছবিতে 'মঞ্জু মা'র চরিত্রে অভিনয় করেছিলেন ছায়া কদম। সমালোচক মহলে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এবার জানা যাচ্ছে, আইনি জটি পড়েছেন 'মঞ্জু মা'।

 

 

 

 

সম্প্রতি অভিনেত্রীর এক সাক্ষাৎকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন তিনি। ওই সাক্ষাৎকারে ছায়া কদম জানান, সংরক্ষিত বন্যপ্রাণী হরিণ, খরগোশ, বন্য শূকর, এবং শজারু ইত্যাদির মাংস খান তিনি। 

 

 

এই বক্তব্যের জেরে মুম্বই ভিত্তিক এনজিও ‘প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটি’ অভিনেত্রীর বিরুদ্ধে বন্যপ্রাণী শিকারে জড়িত থাকায় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। 

 

 

 

ছায়ার বিরুদ্ধে থানের প্রধান বন সংরক্ষক এবং বিভাগীয় বন কর্মকর্তাকে আইনি ব্যবস্থা নেওয়া জন্য একটি চিঠি পাঠিয়েছে এনজিওটি। বিভাগীয় বন কর্মকর্তা রোশন রাঠোড় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বই সংবাদমাধ্যকে তিনি বলেন, ‘আমরা একটি অভিযোগ পেয়েছি, যা তদন্তের জন্য প্রধান বন সংরক্ষক এবং উপ-বন সংরক্ষকের কাছে পাঠিয়েছি। অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।’ যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি ছায়া কদমকে।