নিজস্ব সংবাদদাতা: কমিকের পাতা থেকে সোজা বড়পর্দায় আসছে সুযোগ বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত চরিত্র 'রাপ্পা রায়'। ধীমান বর্মনের পরিচালনায় বড়পর্দায় আসছে 'রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্পণ ঘোষাল।

 


ক্রাইম, কমেডির মিশেলে এই ছবির শুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই। কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে হচ্ছে শুটিং। কিন্তু হঠাৎই বাঁধল গণ্ডগোল। পড়ল ফেডারেশনের কোপ! ফলে বন্ধ হল শুটিং। প্রযোজনা সংস্থা সূত্রে খবর, বিষ্ণুপুরের জঙ্গলে শুটিং হওয়ার কথা ছিল। সেই মতো শুরু হয়েছিল তোড়জোড়। এদিকে, কলকাতার বাইরে শুটিং করতে হলে অনুমতি চেয়ে চিঠি দিতে হয় ফেডারেশনকে। 

 

 

জঙ্গলে শুটিংয়ের অনুমতি এসেছিল খুব দেরিতে। হাতে সময় কম থাকায় ফেডারেশনকে তৎক্ষণাৎ মেল করা হয় চিঠি। কিন্তু শুটিং শুরুর ৯৬ ঘন্টা আগে অনুমতি চেয়ে চিঠি দিলে তবেই কার্যকর হয়। তাই ফেডারেশনের তরফে নির্দেশ আসে শুটিং বন্ধের। এদিকে, টিম নিয়ে বিষ্ণুপুরে পৌঁছলেও কাজ শুরু করতে পারেন না প্রযোজক। বহুবার ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে অনুরোধ করলেও মেলে না কোনও সদুত্তর। তাই আপাতত স্থগিত 'রাপ্পা'র শুটিং।

 


প্রসঙ্গত, ছবিতে রয়েছে একগুচ্ছ স্টার কাস্ট। অলিভিয়া সরকার, দেবাশীষ মন্ডল, দেবাশীষ রায়, রজতাভ দত্ত, প্রান্তিক বন্দোপাধ্যায়, ইন্দ্রাশীষ রায়, সুজন বন্দোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। বেশ কয়েকবার 'রাপ্পা' বদলের পর এবার নতুন জটিলতায় এই ছবি। কী এর ভবিষ্যৎ?