নিজস্ব সংবাদদাতা: 'জঙ্গলে মিতিনমাসি'র পর আবারও বড়পর্দায় পরিচালনায় ফিরছেন অরিন্দম শীল। মাঝে পরিচালককে ঘিরে শুরু হয় বিতর্ক। সেই সময় জোর চর্চা চললেও মুখে এবং কাজে কুলুপ এঁটেছিলেন তিনি। এবার কাজে ফিরলেন অরিন্দম শীল। 

 

 

 

আরও একবার রহস্যময় ছবির ঘরানাকেই বেছে নিলেন পরিচালক। তবে কোনও ফ্রাঞ্চাইজি নয়, একেবারে নতুন রহস্যের খোঁজে তিনি। সঙ্গী করেছেন টলিপাড়ার বেশকিছু পরিচিত মুখকে। সূত্রের খবর, মুখ্য চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, লহমা ভট্টাচার্য, অর্পণ ঘোষালকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সঞ্জীব সরকারকে। 

 

 

অরিন্দম শীলের পরিচালনায় এর আগেও বহু থ্রিলার ছবি দেখেছেন দর্শক। তবে এবার তাঁর ছবিতে শুধু রহস্যের গন্ধই মিশে‌ নেই। জানা যাচ্ছে গল্প এগোবে একেবারে অন্য খাতে। এই ছবির মাধ্যমে প্রথমবার একফ্রেমে ধরা দেবেন অর্পণ ও লহমা। 

 

 

সমাজমাধ্যমে সাহেব চট্টোপাধ্যায় ছবির টিমের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছেন। সঙ্গে এও জানিয়েছেন, চিত্রনাট্য পড়া শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসেই শুটিং ফ্লোরে যাবে ছবিটি।