টলিউডে এখন থ্রিলারের রমরমা। ছবি থেকে সিরিজ সব ঘরানাতেই এখন চোখে পড়ছে রহস্যের ছাপ। টানটান উত্তেজনায় ভরপুর গল্পে ছক ভাঙছেন বহু পরিচালক। চেনা ছকের বাইরে বেরিয়ে তাঁরা দর্শকের মনে জায়গা দিচ্ছেন 'অন্যধারার ছবি'কে। এরকমই এক ছকভাঙা গল্প বলতে আসছেন নবীন পরিচালক অভিরূপ ব্যাধ। 

 


তাঁর পরিচালনায় ফুটে উঠবে রহস্যে-রোমাঞ্চে ঘেরা এক গল্প। টলিপাড়ার অন্দরের খবর, ছবিতে পুলিশ কর্তার ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা রজতাভ দত্তকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দেবরাজ মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য। জানা যাচ্ছে, মুখ্য নারী চরিত্রেও থাকবেন এক নামজাদা শিল্পী। গল্প এগোবে রহস্যকে কেন্দ্র করে। এ ছবির গল্পই হিরো আর গল্পই ভিলেন! 

 


অভিরূপ যদিও এখন ছবি প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন। তবে সূত্রের খবর, ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। ছবির গল্পের নেপথ্য ভাবনা অভিরূপেরই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আকাশ দাস। এখনও যদিও ছবির নাম চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিকভাবে ছবির শুটিং শেষ করেই গল্পের 'কি-পয়েন্ট' অনুযায়ী নাম ঠিক হবে বলে খবর। 

 

 


প্রসঙ্গত, এর আগেও পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছিল রজতাভ দত্তকে। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিক-এর ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'-এ দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই সিরিজের দ্বিতীয় সিজনও দেখেছেন দর্শক। সিরিজটির জনপ্রিয়তা দর্শক মহলে ব্যাপক, তাই তৃতীয় সিজনের পরিকল্পনাও চলছে। ওই সিরিজে রজতাভর চরিত্রের সঙ্গে কমেডির মিশেল ছিল। তবে এই ছবিতে একেবারে অন্যধারায় অভিনেতা।

 

 

জানা যাচ্ছে, বাংলায় থ্রিলার ছবির রমরমার কারণেই এই ছবির ভাবনা পরিচালকের। নিজের ছবিতে সমাজের এক ভিন্ন দিক ফুটিয়ে তুলতে চলেছেন অভিরূপ। সমাজের যে অন্ধকার দিক, যে দিক কেউ আলোকিত করতে ভয় পায়, সেদিক থেকে উঠে আসা এক গল্পকে বড়পর্দায় জায়গা দিতে চলেছেন তিনি। এই ছবিতে রয়েছেন টলিউডের বহু পরিচিত মুখ। প্রত্যেকেই নিজেদের চরিত্রে দর্শকের সামনে অচেনা হয়ে ধরা দিতে চলেছেন।