নিজস্ব সংবাদদাতা: সদ্যই শেষ হয়েছে স্টার জলসার 'উড়ান'। তবে শেষের পরেই নতুন সুখবর দিলেন প্রতীক সেন। যদিও একটি সুখবর নয় একাধিক সুখবর। স্টার জলসায় একাধিক ধারাবাহিকে দর্শকেরা দেখেছেন প্রতীক সেনকে।
এই প্রথমবার জি বাংলায় কাজ করতে চলেছেন অভিনেতা। সঙ্গে জুড়ছে এক প্রাক্তন অভিনেত্রীর নাম। যদিও তিনি এখন আর অভিনেত্রী নন, বরং প্রযোজক হিসাবে পাকাপাকি জায়গা করে নিয়েছেন নীলাঞ্জনা সেনগুপ্ত। জানা যাচ্ছে নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা 'নিনি চিনিজ মাম্মা'র নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন প্রতীক।
ইতিমধ্যেই মহরৎ হয়েছে নতুন এই মেগার। জানা যাচ্ছে, প্রোমো আসছে আর কয়েক দিনের মধ্যেই। যদিও এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে অভিনেতা প্রতীক সেন এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে শুধু কর্ম ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনেও এখন দারুণ সময় কাটছে প্রতীকের। মাঝে খানিকটা দূরত্ব তৈরি হলেও, আবার কাছাকাছি এসেছেন সকলের প্রিয় জুটি প্রতীক-সোনামণি। এমনকী কিছুদিন আগে প্রতীকের জন্মদিনে একসঙ্গে একান্ত সময় কাটিয়েছেন ছোটপর্দার এই দুই তারকা। আগের থেকে আরও ঘনিষ্ঠ হয়েছেন তারা দুজনেই।
এর মধ্যেই আবার নতুন শুরুর সুখবর। তবে এই ধারাবাহিকে প্রতীকের বিপরীতে কাকে দেখা যেতে পারে তা এখনও জানা যায়নি। অন্যদিকে, একের পর এক নতুন কাজ শুরু করে চলেছেন প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। জীবনের দ্বিতীয় অধ্যায়ে দুই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।
