সংবাদসংস্থা মুম্বই: কান চলচ্চিত্র উৎসবে তাঁর ছবি ‘হোম বাউন্ড’ এর জন্য রেড কার্পেট থেকে ছবির প্রিমিয়ারে সুন্দর সাজে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন জাহ্নবী কাপুর। যদিও সেবার তাঁর সাজ-পোশাক নিয়ে নেটিজেনদের চর্চায় ছিলেন শ্রীদেবী-কন্যা। এবার নয়ের দশকের ফ্যাশনকে ফিরিয়ে এনে তাক লাগালেন।
সমাজমাধ্যমে 'বুলেট ব্রা' পরে ছবি ভাগ করেছেন অভিনেত্রী। সোনালী অর্ন্তবাস পরে ১৯৫০-এর সমসাময়িক ফ্যাশনকে যেন ফিরিয়ে আনলেন তিনি। স্তনকে তীক্ষ্ণ দেখানোর জন্য এই অর্ন্তবাস পরতে দেখা যেত বহু অভিনেত্রী থেকে মডেলদের। হারিয়ে যাওয়া সেই ফ্যাশন এবার জাহ্নবীর দখলে। যদিও নায়িকার এই পোস্টেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া।
মাঝেমধ্যেই সমাজমাধ্যমে বিপুল কটাক্ষের শিকার হন জাহ্নবী। তারকাসন্তান হওয়ায়, ছবিতে সুযোগ পাওয়া নিয়ে কম কথা শুনতে হয়নি তাঁকে। কখনও আবার চেহারার গড়ন, কখনও বা তাঁর অভিনয়ের জন্য নানা বাক্যবাণে বিদ্ধ হন শ্রীদেবী-কন্যা।
প্রসঙ্গত, পরিচালক রাজ মেহতার হাত ধরে আসছে বলিউডের আরও একটি বড়সড় হেভিওয়েট প্রজেক্ট। এবার করণ জোহরের প্রযোজনায় সেই ছবির মুখ্য জুটি—টাইগার শ্রফ ও জাহ্নবী কাপুর। ছবির নাম 'লগ যা গলে'। চলতি বছরের শেষের দিকে শুরু হবে এই ছবির শুটিং। এই প্রথমবার টাইগারের বিপরীতে দেখা যাবে জাহ্নবীকে।
