২০০৬ সালে মুক্তি পাওয়া দিবাকর ব্যানার্জি পরিচালিত ছবি ‘খোসলা কা ঘোঁসলা’ হালকা অথচ তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কমেডির এক মাইলফলক হয়ে উঠেছিল। অনুপম খের, বোমান ইরানি, রণবীর শোরে, বিজয় রাজ এবং প্রবীণ দাবাসের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে এই ছবি ধীরে ধীরে পেয়েছিল কাল্ট ক্লাসিক-এর মর্যাদা।

 

এবার সেই জনপ্রিয় সিনেমার দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে! হ্যাঁ, ‘খোসলা কা ঘোঁসলা ২’ আসছে ২০২৬ সালে, আর শ্যুটিং শুরু হচ্ছে এই বছরের শেষদিকে।বিশেষ সূত্রে জানা গিয়েছে, পরিচালক উমেশ বিস্ত এবং তাঁর টিম ইতিমধ্যেই স্ক্রিপ্ট চূড়ান্ত করে ফেলেছেন। ‘খোসলা কা ঘোঁসলা ২’-এর  চিত্রনাট্য এখনও ঘষামাজা চলছে। ছবির সব কাস্টিংও শেষ হয়নি। নভেম্বর থেকে শুটিং শুরু করার পরিকল্পনা, আর ২০২৬ সালে ছবি মুক্তি পাবে জানিয়েছে একটি ঘনিষ্ঠ সূত্র।

 

প্রথম ছবির মতোই এটি একটি সরাসরি কমেডি এন্টারটেইনার হবে বলে জানা গিয়েছে।সূত্র আরও জানিয়েছে, হুমা কুরেশি ইতিমধ্যেই সইসাবুদ করেছেন এই ছবির অন্যতম মুখ্যচরিত্রে। হুমা চিত্রনাট্য শুনেই রাজি হয়ে যান। তিনি ছবির কেন্দ্রীয় চরিত্রদের একজন হিসেবে থাকবেন। ছবিটি টি-সিরিজ প্রযোজনা করবে, এবং সেই দিকের কথাবার্তাও প্রায় শেষের দিকে।

আরও পড়ুন:  শ্রাবণ মাসে উপোসের পর পাঁঠার মাংস খেয়ে চরম বিতর্কে তনুশ্রী! পাল্টা যুক্তিতে কী বললেন অভিনেত্রী?

 

তবে এখনও নিশ্চিত নয়, অনুপম খের বা বোমান ইরানি প্রথম ছবির চরিত্রে ফিরছেন কি না।এই মুহূর্তে হুমা কুরেশি রয়েছেন ‘জলি এলএলবি ৩’, ‘মহারানি সিজন ৪’-এর মতো একাধিক প্রজেক্টে ।

নিজস্ব প্রোডাকশন হাউস থেকে আসছে ‘বেবি ডো ডি ডো’। এবং ঈদ ২০২৬-এ মুক্তি পেতে চলা গিতথু মোহনদাস  পরিচালিত টক্সিক ছবিতেও রয়েছেন তিনি। সে ছবির মুখ্যভূমিকায় রয়েছেন  কেজিএফ ছবিখ্যাত জনপ্রিয় দক্ষিণী তারকা যশ। তবুও তিনি সময় বের করেছেন ‘খোসলা কা ঘোঁসলা ২’-র মতো এক গুরুত্বপূর্ণ প্রজেক্টে যোগ দিতে।

 

আরও পড়ুন: ‘ওয়ার ২’-র যুদ্ধ শুধু পর্দায় নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টেও! ৫০ কোটি টাকার পাশাপাশি ফাঁস হৃতিকের গোপন চুক্তি

প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৪-এর শেষে একটি ছবি বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। । ফিসফাস শোনা যাচ্ছিল বলি-অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। এরপর সুইমিং পুলে এই দু'জনের স্নানরত একাধিক ছবি সমাজমাধ্যমে পোস্ট হতেই মুহূর্তের মধ্যে তা হয়েছিল ভাইরাল।২০২২ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল 'ডাবল এক্স এল' ছবিটি। প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশিকে। ছবিতে অতিথি শিল্পী হিসাবে মুখ দেখিয়েছিলেন শিখর। আর এর পরপরই শোনা গিয়েছিল, হুমাকে নাকি মনে ধরেছে শিখরের। অন্যদিকে, হুমারও নাকি এই সম্পর্কে বিশেষ আপত্তি নেই। এরকম আবহে এইসব ছবি আসতেই শুরু হয়েছে জল্পনা।


ব্যাপারটা আসলে কী? সত্যিই কি সম্পর্কে ছিলেন শিখর-হুমা? আজ্ঞে না। তাঁরা একসঙ্গে সুইমিং পুলে সময়ও কাটাননি। এমনকী, এই ঘনিষ্ঠ ছবিও তোলেননি! তাহলে? আহলে, সবটাই  কৃত্রিম বুদ্ধিমত্তা (এ আই)-এর কারসাজি! অর্থাৎ সোজা কথায় ভুয়ো ছবি।